ভারতের ক্রিকেট

কোহলি ১০০ এর মধ্যে ২০০ ভাগ দেয়: রাহুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:20 শনিবার, 03 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটার কিংবা অধিনায়ক দুই ক্ষেত্রেই বেশ আগ্রাসী বিরাট কোহলি। এক চুলও ছাড় নয় এমন নীতিতে চলেন, মাঠে তার মনোভাব কিংবা আগ্রসন দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল জানালেন, সেরা হতে কোহলি ১০০ এর মধ্যে ২০০ ভাগ উজাড় করে দেয়।

সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর থেকেই কোহলির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করছেন অনেকেই। এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ সালের বিশ্বকাপে ভারতের তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ঐ দুই টুর্নামেন্টেও অধিনায়ক ছিলেন কোহলি।

কোহলিকে নিয়ে করা এই ধরণের সমালোচনা মানতে পারছেন না রাহুল। ক্রিকেটার কিংবা অধিনায়ক হিসেবে কোহলি নিজে ১০০ এর মধ্যে ২০০ ভাগ দেয়ার সঙ্গে বাকি ১০ ক্রিকেটারের থেকেও তা বের করে আনার চেষ্টা করেন বলে জানিয়েছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

ফোর্বস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে রাহুল বলেন, 'বিরাট কোহলির সাথে ও তার অধীনে খেলা সত্যিই দুর্দান্ত। সে আলাদা ধরণের অধিনায়ক, তার চিন্তা-চেতনা ভিন্ন ধরণের। সে খুব আবেগপ্রবণ ব্যক্তি। সে ১০০ এর মধ্যে ২০০ ভাগ সামর্থ্য ঢেলে দেয়।'

তিনি আরো বলেন, 'আপনি সম্ভবত সেরা হতে পারেন ১০০ ভাগ দেবেন তবে সে সেরা হয়েও ২০০ ভাগ দেয়। সে মাঠে ১০ জন ছেলেকে পরিচালনা করে এবং তাদের থেকেও তার ১০০ থেকে ২০০ ভাগ টেনে আনার অবিশ্বাস্য ক্ষমতা আছে।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হলেও এখনো ইংল্যান্ডেই অবস্থান করছে ভারত দল। যদিও সেই ফাইনালে সুযোগ মেলেনি রাহুলের। তবে ৪ আগস্ট থেকে ইংরিশদের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে হয়ত সুযোগ মিলতে পারে রাহুলের।