Connect with us

ইংল্যান্ড ক্রিকেট

ল্যাঙ্কাশায়ারের লিগ মাতাচ্ছে ১২ বছরের বালক


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বয়সভিত্তিক দল পেরিয়ে আপনি প্রথম সারির প্রতিদ্বন্দীতামূলক ক্রিকেটে পৌঁছাবেন। দুই-একজনের ক্ষেত্রে ব্যাতিক্রম হলেও, যেন এটাই বর্তমান ক্রিকেটের অলিখিত নিয়ম। তবে ল্যাঙ্কাশায়ার লীগে মাত্র ১২বছর বয়সে কাউন্ট্রি অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন আদম হোসাইন।

ল্যাঙ্কাশায়ার লীগে প্রাপ্ত বয়স্ক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের ঘটনা এটিই প্রথম। রিবেলসডেল লিগে ব্যাক্সেডেন ফার্স্টসের হয়ে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই খুদে ক্রিকেটারের। যেখানে তিনি মোকাবেলা করেছেন প্রথম সারির সব বোলারদের। 

এর আগে অবশ্য কাউন্টিতে ল্যাঙ্কাশায়ার অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলেছেন এই কিশোর। ছেলের এমন বিস্ময়কর প্রতিভায় মুগ্ধ তার বাবা আরশাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে এই খেলাকে এতই পছন্দ করে যে, মাঝে মাঝে পাঁচবার পর্যন্ত খেলে। তার এখন খেলাধুলার জন্য সত্যিই ভলোবাসা আছে। সে আসলেই আগ্রহী এবং কঠোর প্রশিক্ষণ নিচ্ছে। প্রথম দলের হয়ে খেলাটা আশ্চর্যজনক। আমরা তার জন্য আসলেই গর্বিত।’

বিস্ময়কর এই কিশোর ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী ছিল। এখন তার ধ্যান-জ্ঞান জুড়ে ক্রিকেটের বসবাস হলেও, শুরুর দিকে ছিলেন ফুটবলের মনযোগী ছাত্র। এ প্রসঙ্গে তার বাবা আরশাদ বলেন, ‘ক্রিকেট সবসময় তাঁর প্রথম পছন্দ ছিল না। সে যখন ছোট ছিল, আসলে ফুটবল খেলা ভালবাসতো এবং ব্ল্যাকবার্নে আবু হানিফাহ ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়েছিল। এরপর আট বছর বয়সের পর থেকে তার পুরোটা জুড়েই ক্রিকেট।’

গত মাসেই রিবেলসডেল লিগে রেডের বিপক্ষে খেলছেন আদম। সেখানে দ্বিতীয় ইনিংসে ৩৪ বল খেলে তিন রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। অভিষেকে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। তার বয়স যখন মাত্র নয়, তখন সে অনুর্ধ-১৫ দলের হয়ে ৯৫ রানের একটি ইনিংস খেলেছিল। যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস। ব্যাটের পাশাপাশি তিনি লেগ স্পিনও করতে পারেন।

আদম এখন পরিবারের সঙ্গে অ্যাগ্রিংটনে বসবাস করেন। ল্যাঙ্কাশায়ারে ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশোনা করছেন ব্র্যাডফোর্ডের উডহাউস গ্রোভের প্রাইভেট স্কুলে। তার ক্রিকেটার হয়ে উঠার পেছনে বড় ভূমিকা রাখছে তার বাবা। তিনিও ১৭ বছর আগে ক্রিকেট খেলতেন।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন