টেস্ট চ্যাম্পিয়নশিপ

গলি ক্রিকেটেও যারা অধিনায়কত্ব করেনি তারাও কোহলির সমালোচক!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:20 শনিবার, 03 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর থেকেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে কাঁটাছেড়া চলছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভারতকে পরামর্শ দিয়েছেন অধিনায়ক বদলে ফেলার। যদিও কোহলিকে সরিয়ে দেয়ার বিপক্ষে মত দিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

তিনি মনে করেন গলি ক্রিকেটেও যাদের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই তারাও কোহলি অধিনায়কত্বের সমালোচনা করছেন। অধিনায়ক বদলালেই ভারত আইসিসির শিরোপা জিততে এটা কেউই নিশ্চিত করে বলতে পারেন না। টুর্নামেন্ট জিততে হলে ভাগ্যের সহায়তাও দরকার বলে মনে করেন আকমল।

তিনি বলেন, 'সে অসাধারণ একজন ক্রিকেটার, দুর্দান্ত অধিনায়ক এবং কেউ নিশ্চিত করে বলতে পারে না অধিনায়ক বদলালেই ভারত আইসিসির টুর্নামেন্ট জিতবে। এখানে ভাগ্যের একটি বিষয় আছে। কারো দিকে আঙুল তোলা সহজ। বিশেষ করে যাদের ক্রিকেট নিয়ে কোনো ধারণা নেই। যাদের গলি ক্রিকেটেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই তারাও কোহলি ও ভারতকে পরামর্শ দিচ্ছে অধিনায়ক বদলানোর।'

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ভারত। আকমল মনে করেন ধোনির পরে কোহলিই ভারতের সেরা অধিনায়ক।

তিনি বলেছেন, 'মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলি সেরা অধিনায়ক। তাঁর ৭০টি সেঞ্চুরি রয়েছে। সে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ বিশ্বকাপে খেলেছে। আমি নিশ্চিত যে ভারত হেরেছে, কিন্তু এটার মধ্যে কি তারই ভুল ছিল শুধু? ভারত ৫ বছর টেস্টের এক নম্বর দল ছিল। এই অর্জনের দিকে দেখুন। সে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে এটাও দুর্দান্ত। তাঁর অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। সে অসাধারণ একজন ক্রিকেটারে এবং সে যেভাবে দলকে নেতৃত্ব দেয় সেটা অবিস্মরণীয়।'