ভারতের ক্রিকেট

গিলের বদলি হিসেবে শর কথা ভাবছে বিসিসিআই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:53 শনিবার, 03 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এখন ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে ভারত। কিন্তু ফাইনাল খেলার পরপরই ইনজুরিতে পরেন দলটির উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলা অনিশ্চিতই প্রায়।

যদিও গিলের ছিটকে পড়া নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, গিলের বদলি হিসেবে ইংল্যান্ডে উড়াল দিতে পারেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ।

পৃথ্বী বর্তমানে শ্রীরঙ্কার বিপক্ষে আর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে লঙ্কা দ্বীপে অবস্থান করছেন। এ ছাড়া ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন তিনি। ভারেতর ঘরোয়া ক্রিকেটের রীতিমত যেন রানের বন্যা বইয়ে দিয়েছেন। এ ছাড়া অর্ধ সমাপ্ত আইপিএলের পৃথ্বী ছিলেন দুর্দান্ত।

যদিও ভারত দলে গিলের বিকল্প হিসেবে মায়াঙ্ক আগারওয়াল কিংবা লোকশ রাহুল রয়েছেন। কিন্তু সিরিজের মাঝ পথে রোহিত শর্মা কিংবা আগারওয়াল ইনজুরিতে পড়তে বিপাকে পরবে ভারত। আর রাহুল মিডল অর্ডার বিবেচনায় ভারত দলে জায়গা পেয়েছেন। এ কারণেই শ্বকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে বিসিসিআই।

সেই কর্মকর্তা টাইম অফ ইন্ডিয়াকে বলেন, 'এই মুহূর্তে সে এমন একজন ব্যাটসম্যান (পৃথ্বী শ) যে নিখুঁত ফর্মে আছে। সে এখন একটি অনর্থক সিরিজ খেলছে (শ্রীলঙ্কায়)। সে ইংল্যান্ডে থাকতে পারে গিলের বদলি হিসেবে। এখন পাঁচ দিন হয়ে গেছে এবং নির্বাচকরা এখনও এ নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।'

তিনি আরো বলেন, 'যে ব্যাটসম্যান (পৃথ্বী) ফর্মের মধ্যে রয়েছে এবং তার ব্যাটিংয়ের উপাদানগুলি ইতিমধ্যে ভালভাবে নথিভুক্ত করা কি আরও বুদ্ধিমানের বিষয় নয়? দল পৃথ্বিকে চেনে, পৃথ্বীকে বোঝে। যদি তারা ভাবেন যে তাঁর ইংল্যান্ডে থাকা উচিত, তবে বিসিসিআই তাকে না পাঠানোর কোনও কারণ নেই।'