শ্রীলঙ্কা - ভারত সিরিজ

‘ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে খেলা শ্রীলঙ্কার জন্য অপমানজনক’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:53 শুক্রবার, 02 জুলাই, 2021

||ডেস্ক রিপোর্ট||

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও জো রুটদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে নিজেদের সেরা দল পাঠিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষে আপাতত ছুটি কাটাতে ব্যস্ত বিরাট কোহলিরা। এদিকে দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত।

মূলত কোয়ারেন্টাইন জটিলতার কারণেই শ্রীলঙ্কাতে দ্বিতীয় সারির দল পাঠাতে বাধ্য হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে খেলতে রাজী হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্তাদের ওপর বেজায় চটেছেন অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক মনে করেন, এটি শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য অপমান।

রানাতুঙ্গার অধিনায়কত্বের বড় চরিত্র ছিল প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা। বরাবরই ছেড়ে কথা বলতেন না শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। যার উৎকৃষ্ট উদাহরণ মুত্তিয়া মুরালিধরনের বলে ‘নো’ ডাকা। যে কারণে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

যে কারণে নতজানু হওয়াটা মেনে নিতে পারেন না রানাতুঙ্গা। যে কারণে ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে সিরিজ আয়োজনে রাজী হওয়ায় বোর্ড কর্তাদের সমালোচনা করেছেন তিনি। রানাতুঙ্গার দাবি, মানুষকে টিভিতে খেলা দেখিয়ে টাকা আয় করার জন্যই শ্রীলঙ্কা সিরিজ আয়োজন করছে।

এ প্রসঙ্গে রানাতুঙ্গা বলেন, ‘এটা ভারতের দ্বিতীয় সারির দল এবং তাদের এখানে আসাটা আমাদের ক্রিকেটের জন্য অপমানজনক। এটার জন্য আমি আমাদের বর্তমান প্রশাসনকে দায় দেব। কারণ তারা খেলা দেখিয়ে আয় করার জন্য সিরিজ আয়োজনে রাজী হয়েছে। ভারত তাদের সেরা দলটি ইংল্যান্ডে পাঠিয়েছে এবং আমাদের এখানে খানিকটা দুর্বল দল পাঠিয়েছে। এটার জন্য আমি আমাদের বোর্ডকে দায় দেব।’

সিরিজে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ জুলাই। বাকি দুই ম্যাচ হবে ১৬ ও ১৮ জুলাই। টি-টোয়েন্টি সিরিজর ম্যাচ তিনটি মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৫ জুলাই।