বাংলাদেশ এ দল

২ বছর পর খেলতে নামছে বাংলাদেশ 'এ' দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:32 বুধবার, 30 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ 'এ' দল। এরপর করোনা মহামারির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় দলের বাইরে কিংবা জাতীয় দলের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া 'এ' দলের কার্যক্রম।

দীর্ঘ ২ বছর বছর আবারো মাঠে নামতে যাচ্ছে 'এ' দল। এ বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে লঙ্কা দ্বীপে সফর করতে যাবেন উদীয়মান ক্রিকেটাররা। কোন ফরম্যাটে খেলা হবে তা এখনও চূড়ান্ত নয়।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, খেলোয়াড়দের প্রস্তুতির কথা বিবেচনা করে লঙ্গার ভার্সনের সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বিসিবির ডাকে সাড়া দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আগামী নভেম্বরে সফরের সবুজ সংকেত দিয়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, 'চার-পাঁচ মাস থেকে খুব চেষ্টা করছিলাম শ্রীলঙ্কায় 'এ' দলের একটা সফর করার জন্য। সম্প্রতি বিষয়টা নিশ্চিত হয়েছে। নভেম্বরে ওরা আমাদের সময় দিয়েছে। যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে।'

তিনি আরো বলেন, 'তাহলে আমরা সেই সময়ে এ দলের একটা সফর করব। চেষ্টা করব লঙ্গার ভার্সনে খেলার। যারা জাতীয় দলে খেলে নাই তাদের জন্য একটা সুযোগ বড় দলের সঙ্গে খেলার এ কারণেই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলা।'

এদিকে শীঘ্রই শুরু হবে ছায়া দল বাংলাদেশ টাইগারের কার্যক্রম। তবে ‘এ’ দলের এই সফরের সঙ্গে ছায়া দলের কার্যক্রম সাংঘর্ষিক হবে না বলে দাবি আকরামের। তিনি বলেন 'না, ছায়াদলের সাথে কোনো কনফ্লিক্ট হবে না'।