বাংলাদেশ ক্রিকেট

মিডিয়ায় ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা ক্রিকেটের জন্য ভালো নয়: আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:15 বুধবার, 30 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কড়া সমালোচনা করেছিলেন আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কথা শুনিয়েছিলেন।

এবার সুজনের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আকরাম। তিনি জানিয়েছেন, মিডিয়ায় কারো ব্যক্তিগত কথা বলা উচিত নয়। এর ফলে ক্রিকেটের ক্ষতি হবে বলে মনে করেন তিনি। বোর্ডের কোনো সমস্যা থাকলে এসব বোর্ড সভায় আলোচনা করার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি।

আকরাম বলেন, 'কাউকে নেতিবাচক কিছু বলা, সমালোচনা করতে চাই না। আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলোর জন্য বোর্ড প্রধান আছেন। উনি আমাদের বৈঠকে কিন্তু কথা বলার যথেষ্ট সুযোগ দেন। সেখানে কিন্তু আমরা বলতে পারি। আপনি যদি মিডিয়াতে গিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলা, এটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো না।'

ক্রিকেট অপারেসন্স কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন সুজন। যদিও গত দুই বছর ধরে তাঁকে কোনো মেইল দেয়া হয় না বলেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্স ও স্পিন বোলিং পরামর্শক হিসেবে রঙ্গনা হেরাথের নিয়োগের খবরও সংবাদমাধ্যমে জেনেছিলেন সুজন।

এ নিয়েই নিজের ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। সুজন বলেছিলেন, ‘আমি তো ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান। আমি আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে, এই দুজনকে (রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স) কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমাকে কেউ জানায়নি। আমি পত্রিকা পড়ে, খবর শুনে জানতে পারলাম অ্যাশওয়েল প্রিন্স ও রঙ্গনা হেরাথকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ হেরাথের কথাটা আমিই বলেছি বিসিবিকে।'

আকরাম খানের ব্যক্তিগত ব্যবসা আছে। এর ফলে বিসিবিতে পর্যাপ্ত সময় দিতে পারছেন না কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সুজন। ক্রিকেটারদের সঙ্গে আকরামের খুব বেশি দেখাও হয়না বলে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই সঙ্গে শ্রীলঙ্কা সিরিজের পর সঙ্গে আকরামের দেখাও হয়নি বলেও জানান সুজন।