Connect with us

নিউজিল্যান্ড ক্রিকেট

অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন টেলর


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের টপ অর্ডারে সবচেয়ে বড় আস্থার নাম রস টেলর। ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান বুড়ো বয়সেও দলটির অন্যতম সেরা পারফর্মার। বয়স আর ফিটনেস ছাপিয়ে বরাবরই আলোচনায় আসেন দারুণ সব ইনিংস খেলে। তবে এবার বিদায় জানিয়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

সেই সিদ্ধান্ত আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা জয়ের পর দেশে ফিরে টেলর এখন কোয়ারেন্টাইনে বন্দি। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন এই কিউই ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন এই বিষয়ে পরিবার ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি আলোচনা করবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১০ দিন (আইসলেশন) যত সম্ভব তাড়াতাড়ি পার করতে চাই। কেবল পরিবার এবং বন্ধুদের দেখার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত সামনের সপ্তাহগুলোতে এই ধরনের (ক্রিকেট ক্যারিয়ার) আলোচনা হবে, যেখানে আমরা সকলেই এবং নিউজিল্যান্ড ক্রিকেটও থাকবে।'

ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেও ক্রিকেটের প্রতি প্রেম একটুও কমেনি টেলরের। তিনি জানিয়েছেন, যতদিন খেলবেন ক্রিকেট থেকে শিকবেন এবং নিজের উন্নতি করবেন। তিনি বলেন, ‘আমি মনে করি এইটা ভালো দিক যে, আমি এখনও ক্রিকেট ভালবাসি, এখনও শিখতে চাই এবং উন্নতি করতে চাই। এই মুহূর্তে যতটা সম্ভব আমি ক্রিকেট খেলে যেতে চাই।’

আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের অভিষেক ২০০৬ সালে। নিউজিল্যান্ডের জার্সিতে তার ব্যাট থেকে এসেছে ১৮ হাজারের অধিক রান। তিনি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে কিউইদের হয়ে সর্বোচ্চ রানের মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বার শতক হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এই বয়সে এসে বেশ ভালোভাবেই টেলর বুঝতে পেরেছেন তাঁর অবসরের সময় হয়েছে, 'কিউইরা কি কারণে ৩৪ বা ৩৫ বছর বয়সে অবসর নেয়। সেটা আমি এই বয়সে এসে বুঝতে পেরেছি। এই বয়সে আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি শুধুই আপনার বয়সের কারণে ভুল করছেন এটা মেনে নেওয়া কষ্টকর।'

সাদা পোশাকের ক্রিকেটে ৪৫.৮৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৭ হাজার ৫৬৫ রান। ওয়ানডেতে ২৩৩ ম্যাচ খেলে ৪৮.১৮ গড়ে করেছেন ৮ হাজার ৫৭৬ রান। যেখানে তিনি অর্ধশতকের অর্ধশতক করেছেন। আর শতক হাঁকিয়েছেন ২১ বার। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশোর উপরে ম্যাচ খেলে রান করেছেন দুই হাজারের কাছাকাছি।

সর্বশেষ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আশা জাগিয়েও হারল মুস্তাফিজের রাজস্থান

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

তবুও কিশানে ভরসা রাখছেন রোহিত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

ক্রিকেটের উন্নয়নে খরচ চান দূর্জয়

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

শাস্তি কমছে না মেন্ডিস-ডিকওয়েলাদের

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

হ্যাটট্রিক হিরো হার্শালের প্রশংসায় গাভাস্কার

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

উদ্ভট যুক্তিতে রাহুলকে বেঙ্গালুরুর অধিনায়ক চান স্টেইন

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

রাসেলের চোট নিয়ে কলকাতার উদ্বেগ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ঘরের ছেলে হয়ে থাকতে চান রশিদ

আর্কাইভ

বিজ্ঞাপন