টেস্ট র‍্যাঙ্কিং

টেস্ট ব্যাটসম্যানদের সিংহাসনে ফিরলেন কেন উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:43 বুধবার, 30 জুন, 2021

কয়েকদিন আগেই কেন উইলিয়ামসন জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবার ফিরলেন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে। কিউই এই অধিনায়ক ফের টপকে গেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে।

গত ১৬ জুন প্রায় ৬ মাস পর টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন স্মিথ। মাত্র ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছিল উইলিয়ামসনকে। কিন্তু মাত্র ১৫ দিনের মাথায় আবারও সিংহাসনে ফিরলেন তিনি।

বর্তমানে স্মিথের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছেন উইলিয়ামসন। উইলিয়ামসনের সাথে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো রস টেলর তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন।

১৮ ধাপ এগিয়ে ডেভন কনওয়ে উঠে এসেছেন ৪২তম স্থানে। সাউদাম্পটনের ফাইনালে উইলিয়ামসনের মত তিনিও হাঁকিয়েছিলেন অর্ধশতক। কিউই পেসার ট্রেন্ট বোল্ট দুই ধাপ এগিয়ে ১১তম অবস্থানে রয়েছেন বোলারদের র‍্যাংকিংয়ে।

ব্যাটসম্যানদের তালিকায় আজিঙ্কা রাহানে ১৩তম, এগিয়েছেন তিন ধাপ। রবীন্দ্র জাদেজা সর্বশেষ র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে থাকলেও জেসন হোল্ডারকে জায়গা ছেড়ে দিয়ে নেমে দুইয়ে।

যৌথভাবে দ্বিতীয় বেন স্টোকসের সাথে। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এই তালিকার পাঁচে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৩৩৮। সবার ওপরে থাকা হোল্ডার আছেন ৩৮৪ রেটিং পয়েন্টে।