টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বিবেচনায় আছেন জো রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:22 বুধবার, 30 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। ওয়ানডে ফরম্যাটেও দলটির নিয়মিত সদস্য। কিন্তু গেল দুই বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াডে জায়গা হচ্ছে না তার। এ বছরের অক্টোবরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপের স্কোয়াডে রুটের থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না ইয়ন মরগান।

২০১৯ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন রুট। সেই ম্যাচে করেছিলেন ৪৭। এর দুই ম্যাচ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। ১৩৭ স্ট্রাইক রেটে ৪০ বলে ৫৫ রান করেন তিনি।

দেশের হয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৫টি হাফ সেঞ্চুরি সহ ৩৫ গড়ে রুট করেছেন ৭০৭ রান। এছাড়া দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইয়োর্কশায়ারের হয়েও ২০২০ মৌসুমে ৫ ম্যাচে করেছিলেন ২৭৮ রান।

১৪৪ স্ট্রাইক রেটে ৬৫ গড়ে ৫ ম্যাচের ৪টিতেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ইংলিশদের মিডল অর্ডারে ফেরা হয়নি রুটের। চলতি মৌসুমে অবশ্য এখনও ৩ ম্যাচ খেলে করেছেন মাত্র ৬৫ রান।

রুটের প্রসঙ্গে মরগান বলেন, 'টি-টোয়েন্টি স্কোয়াডের বিবেচনায় অনেক ক্রিকেটারই আছেন। তাই রুটের সম্ভাবনা ফেলে দেয়া যাবে না। ২০১৬ বিশ্বকাপে সে যে ভূমিকা পালন করেছিল তা দলের জন্য অনেক কাজে এসেছিল।'

'আমরা সেবার ফাইনালেও খেলেছিলাম। ফাইনালেও সে দারুণ খেলেছিল। গেল দুই বছরে অবশ্য পরিস্থিতি বদলেছে। টেস্ট ম্যাচের সংখ্যা এতো বেশি বেড়েছে যে রুট চাওয়া সত্ত্বেও হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেনি। কিন্তু সে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন' আরও যোগ করেন মরগান।