ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

১ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন গুনাথিলাকা-মেন্ডিসরা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:00 বুধবার, 30 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড সফরটা যেভাবেই হোক ভুলে যেতে চাইবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ৩-০ হার দিয়ে। এরপর জৈব সুরক্ষা বলয় ভেঙে বহিস্কার হয়েছেন তিন লঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা।

এই অপরাধের জন্য অল্প শাস্তিতেই পার পাচ্ছেন না তিন লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, অন্তত এক বছরের জন্য তাদের নিষিদ্ধ করা হতে পারে তাদের। সেই সঙ্গে দেয়া হতে পারে আর্থিক জরিমানাও।

এই অপরাধের কারণে ১৩ জুলাই থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে ৬টি সীমিত ওভারের ম্যাচেও দেখা যাবে না মেন্ডিসদের। ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের। তারা ক্লাব হোটেল ডলফিনে কোয়ারেন্টাইনে আছেন। ডারহামে সেই কাণ্ডের জন্য তদন্তের মুখোমুখি হতে হবে তাদের।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিজস্ব শৃঙ্খলা কমিটি বা স্বাধীন কমিটি এই ঘটনার তদন্ত করবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই তিন তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা।

তারা এই ম্যাচে  উইকেটের বড় ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করে ১৮৫ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ১৫ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। এর ফলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়ানডে সিরিজে।

মেন্ডিস-ডিকওয়েলাদের জৈব সুরক্ষা বলয় ভাঙার ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্টের জন্য দলের ম্যানেজারকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের যদি অপরাধ প্রমাণিত হয় তবে অন্তত ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তারা। সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের আর্থিক দন্ড।