পাকিস্তান ক্রিকেট

ভবিষ্যতে মিসবাহর জায়গায় ফ্লাওয়ারকে চান আজহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:11 বুধবার, 30 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে মুলতান সুলতান্স। দলটির কোচ হিসেবে দায়িত্বে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। এমন সাফল্যের পর আজহার মাহমুদ মনে করছেন, ভবিষ্যতে জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া উচিৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

আন্তর্জাতিক পর্যায়ে কোচের ভূমিকা এর আগেও পালন করেছেন ফ্লাওয়ার। ইংল্যান্ড জাতীয় দল, ইংল্যান্ড লায়ন্স সহ আইপিএল এবং টি-টেন লিগে এই ভূমিকায় ছিলেন তিনি। এছাড়া পিএসএলে ২০১৬ মৌসুমে পেশোয়ার জালমির ব্যাটিং কোচের ভূমিকাও পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।

টি-টেন লিগ ও পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কাজ করেছেন আজহার মাহমুদ। তার সক্ষমতা জেনে আজহার বলছেন এই সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটারকে কোচ না করার কোন কারণ নেই। ফ্লাওয়ারের চিন্তাধারা পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে করছেন সাবেক এই অলরাউন্ডার।

পাকপ্যাশনকে আজহার মাহমুদ বলেন, ‘ভবিষ্যতে অ্যান্ডি ফ্লাওয়ারের পাকিস্তানের কোচ না হবার কোন কারণ আমি দেখি না। আমার তার সঙ্গে টি-১০ ও পিএসএলের দুই আসরে কাজ করার সৌভাগ্য হয়েছে।'

'আমি এই লোকটাকে ভালোবাসি। আধুনিক ক্রিকেট সম্পর্কে তার দারুণ জ্ঞান আছে এবং কোচ হিসাবে সে বিখ্যাত। তার কোচিংয়ের বড় একটা দিক হল সে অন্যদের চিন্তাধারাকে গুরুত্ব দেয়।’

আজহার আরও যোগ করেন, ‘কোন মতামত যতই ছোট বা বড় হোক দলের জয়ে ভূমিকা রাখলে সে সেটাকে আমলে নেয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সে ই নেয়। তবে তা করার আগে সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের কথা সে গুরুত্ব সহকারে শোনে। ভবিষ্যতে তার পাকিস্তানের প্রধান কোচ না হওয়ার কোন কারণ আমি দেখি না।'