ওয়ানডেতেও ব্যর্থ শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা, ইংল্যান্ডের সহজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:50 মঙ্গলবার, 29 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিং ব্যর্থতার দায়ে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও নিজেদের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রেখেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। তাতে ইংলিশ পেসারদের বোলিং তোপে প্রথম ওয়ানডেতে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা। 

লঙ্কান ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন ক্রিস ওকস। মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়েছেন ডানহাতি এই পেসার। এদিকে শ্রীলঙ্কার দেয়া ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জো রুটের অপরাজিত ৭৯ ও জনি বেয়ারস্টোর ৪৩ রানের সুবাদে ৫ উইকেটের হয় পেয়েছে ইংল্যান্ড।

জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার লিয়াম লিভিংস্টোন ও বেয়ারস্টো। এই দুইজনের উদ্বোধনী জুটি থেকে এসেছে ৫৪ রান। যদিও বেশিরভাগ রানই এসেছে বেয়ারস্টোর ব্যাট থেকে। 

বেশিরভাগ সময় লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও এদিন বেয়ারস্টোর সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন লিভিংস্টোন। যদিও ওপেনিংয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেননি তিনি। ১২ বলে মাত্র ৯ রান করে শিরান ফার্নান্দোর বলে সাজঘরে ফেরেন লিভিংস্টোন। 

ঝড়ো ব্যাটিংয়ে দ্রুতগতিতে রান তুললেও হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বেয়ারস্টোকে। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দুরে থাকতে বিনুরা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলার দিনে ৬টি চার ও একটি ছক্কা মেরেছেন বেয়ারস্টো। 

এরপর তিনে নেমে দলের হাল ধরেন রুট। ইয়ন মরগান, স্যাম বিলিংসরা ব্যাট হাতে ব্যর্থ হলেও নিজের ফেরার সিরিজে হাফ সেঞ্চু্রি তুলে নিয়েছেন রুট। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা রুট এদিন খেলেছেন ৮৭ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস। 

শেষ দিকে ৫৭ বলে ২৮ রানের মন্থর ইনিংস খেলে রুটকে সঙ্গ দিয়েছেন মঈন আলি। দুশমন্থ চামিরার বলে বোল্ড হয়ে মঈন ফিরলে স্যাম কারানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রুট। ৯১ বল হাতে থাকতেই শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অধিনায়ক কুশল পেরেরা ছাড়া আর কোন ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতেই পারেননি। এই দুজন ছাড়া দুই অঙ্কের কোটা পূরণ করেছেন মাত্র একজন। আর দলের আট ব্যাটসম্যান আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

শেষ পর্যন্ত পেরেরার ৮১ বলে ৭৩ ও হাসারাঙ্গার ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পরও মাত্র ১৮৫ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন ওকস। ডেভিড উইলি তিনটি আর একটি উইকেট নিয়েছেন মঈন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৮৫/১০ (ওভার ৪২.৩) (পেরেরা ৭৩, হাসারাঙ্গা ৫৪, ওকস ৪/১৮, উইলি ৩/৪৪)

ইংল্যান্ড: ১৮৯/৫ (ওভার ৩৪.৫) (রুট ৭৯*, বেয়ারস্টো ৪৩, মঈন ২৮, চামিরা ৩/৫০)