দলে ফিরতে আইপিএল ও শ্রীলঙ্কা সিরিজে চোখ কুলদীপের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:15 মঙ্গলবার, 29 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না কুলদীপ যাদবের। এক সময় তিন ফরম্যাটেই দলের নিয়মিত মুখ হলেও সাম্প্রতিক সময়ে স্কোয়াডে সুযোগই মিলছে না চায়নাম্যান খ্যাত বাঁহাতি এই স্পিনারের। ইংল্যান্ড সফরে সুযোগ না পেলেও শ্রীলঙ্কা সফরের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ ডাক পেয়েছেন তিনি। 

মূল দলে ফিরতে শ্রীলঙ্কা সিরিজে পারফর্ম করার যে বিকল্প নেই সেটা কুলদীপ নিজেও জানেন। যে কারণে লঙ্কানদের বিপক্ষে নিজের সেরাটা দিতে মুখিয়ে তিনি। সেই সঙ্গে কুলদীপ বিশ্বাস করেন যে, শ্রীলঙ্কা সফরে ভালো করতে পারলে তিনি অবশ্যই দলে ফিরবেন।

শ্রীলঙ্কা সিরিজের পর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের বাকি অংশ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টকেও দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন কুলদীপ। বাঁহাতি এই স্পিনার জানিয়েছেন, আইপিএল তাঁর জন্য আরও একটি সুযোগ। 

যদিও করোনার আগে স্থগিত হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশেই সুযোগ পাননি তিনি। ইংল্যান্ড সফরে সুযোগ না পাওয়ায় শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএলে খেলে এবং পারফর্ম করে দলে ফেরার বড় সুযোগ হিসেবে দেখছেন তিসি।

এ প্রসঙ্গে কুলদীপ বলেন, ‘পারফরম্যান্সের কোনো কিছুই সমান্তরাল নয় এবং আমি জানি যে আমি যদি পারফর্ম করি তাহলে অবশ্যই ফিরে আসবো। শ্রীলঙ্কা সফরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আমি ইংল্যান্ড সফরে সুযোগ পাইনি।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত এটি (শ্রীলঙ্কা) খেলার এবং পারফর্ম করার জন্য ভালো একটি সুযোগ। এরপর আবার আইপিএল রয়েছে। যা আমাকে বিবেচনায় নিতে আরও একটি সুযোগ করে দেয়।’