টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে 'ভয়ঙ্কর' হয়ে উঠতে পারে আফিগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:13 মঙ্গলবার, 29 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসের বৈশ্বিক সঙ্কটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে ১৬ দলের এই বিশ্বকাপ। এই বিশ্বকাপে পাকিস্তান দল বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

২০০৯ সাল থেকে লম্বা সময় পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই সময় আরব আমিরাতকেই নিজেদের হোম ভেন্যু বানিয়েছিল পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল এরই সুফল পেতে পারে বলে মনে করেন তিনি। 

আকমল বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে পাকিস্তান। আমরা ৯-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি আরব আমিরাতে। এর মানে হলো এই কন্ডিশনে সবচেয়ে অভিজ্ঞ দল পাকিস্তান।'

শুধু পাকিস্তান নয় আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের ক্রিকেটারদেরও। ২০২০ আইপিএলের পুরোটাই অনুষ্ঠিত হয়েছে এখানে। আর ২০২১ আইপিএলের বাকি অংশ কদিন পরেই মাঠে গড়াবে এখানে।

এর ফলে বাড়তি সুবিধা পেতে পারে ভারতও। তবে আকমল মনে করেন এই কন্ডিশনে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আফগানিস্তান। কারণ তাদের অনেক ক্রিকেটার পিএসএল ও আইপিএলে খেলে থাকেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে পারে তারা।

আকমল বলেন, 'শুধু ভারত পাকিস্তানের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবে এমনটা নয়। অন্য দেশের ক্রিকেটাররাও বিশ্বকাপে সুবিধা পাবে কারণ তারা পিএসএল-আইপিএলে অনেক ম্যাচ খেলেছে। আফগানিস্তানের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আফগানিস্তানও। আপনি তাদের খেলোয়াড়দের দিকে তাকান। তাই বিশ্বকাপের ফেভারিট দল বেছে নেয়া খুব কঠিন।'