পাকিস্তান ক্রিকেট

ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার সঙ্গে হাসানের যোগসূত্র নেই: ইউনিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:58 মঙ্গলবার, 29 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন ইউনিস খান। এর পেছনে অনেকে দক্ষিণ আফ্রিকা সফরে পেসার হাসান আলির সঙ্গে ঝামেলার বিষয়টিকে ইঙ্গিত করছিলেন। তবে পাকিস্তানের সাবেক এই ব্যাটিং কোচ জানালেন তার চাকরি থেকে সরে দাঁড়ানোর পেছনো হাসানের ঐ ঘটনার কোন যোগসূত্র নেই।

গত বছরের নভেম্বরে দুই বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তি করেছিলেন ইউনিস। যেটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তবে, এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইউনিস সমঝোতায় এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

যদিও হাসানের সঙ্গে ঝামেলার বিষয়টিকে কেন হাইপ দেয়া হচ্ছে না জানা নেই ইউনিসের। হাসানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যা ঘটেছিল এটা খুবই সাধারণ বিষয় বলে মনে করেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন পিসিবির সঙ্গে তার চুক্তি ছিল যে চাকরি ছাড়ার ৬ মাস পর্যন্ত কি কারণে তিনি চাকরি ছেড়েছেন তা প্রকাশ করা যাবে না।

ইউনিস বলেন, 'আমি জানি না কীভাবে এই জিনিসটি মিডিয়াতে এসেছে এবং হাইপ তেরি করেছে। এটি মুহুর্তের উত্তাপ ছিল এবং ট্যুরগুলিতে এটি স্বাভাবিক। আমি মনে করি না যে হাসান বর্তমানে জাতীয় দায়িত্বে রয়েছে এবং এই বিতর্ক তার মনকে অন্যদিকে প্রভাবিত করছে। এই বিষয়টিকে হাইপ দেওয়ার কোনও দরকার নেই।'

তিনি আরো বলেন, 'দেখুন, আমার এবং পিসিবি একটি চুক্তি হয়েছিল যাতে উল্লেখ করা ছিল যে আমরা আলাদা হওয়ার পরে, আগামী ছয় মাস এ নিয়ে কোনও আলোচনা করব না। সুতরাং, আমি জানি না যে আমার পদত্যাগের পেছনের কারণটি প্রকাশ করতে হবে তবে খুব স্পষ্টভাবে বলতে গেলে, হাসানের ঘটনার সাথে এর কোনও যোগসূত্র নেই যা চুক্তি সত্ত্বেও ফাঁস হয়েছিল।'

ব্যাটিং কোচের চাকরি ছাড়লেও পিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিসের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া তাদের সঙ্গে কোন ধরণের মত পার্থক্য ছিল না বলেও জানিয়েছেন। আর পাকিস্তানের ক্রিকেটর স্বার্থে যে কোন ধরণের পরামর্শ দিতেও রাজি ইউনিস।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা সত্যিই উপভোগ করেছি, এ নিয়ে কোনও মতপার্থক্য ছিল না। দেখুন, আমি আবারও আমার দেশের সেবা করতে ব্যাটিং কোচের পদ গ্রহণ করেছি এবং ব্যাটারদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি।'

শেষে যোগ করে বলেন, 'এহসান মনি ও ওয়াসিম খানের সাথে আমার সুসম্পর্ক রয়েছে এবং আমরা প্রায়শই ক্রিকেটের বিষয়ে যোগাযোগ রাখি। আমি সবসময় তাদের শেষ পর্যন্ত যেমন বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এটি সবই পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে।'