ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট

সতীর্থ করোনা পজিটিভ, সংস্পর্শে আসায় স্কোয়াডের বাইরে ল্যাবুশেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:09 মঙ্গলবার, 29 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মিডেলসেক্সের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছিল গ্ল্যামরগান। করোনা পজিটিভ এসেছিলেন দলটির ক্রিকেটার নিক স্যালমন। এই টপ অর্ডার ব্যাটসম্যানের সংস্পর্শে আসায় মার্নাস ল্যাবুশেনের নাম পরের ম্যাচের স্কোয়াড থেকে সরিয়ে নেয় ক্লাবটি।

এরই ধারাবাহিকতায় সারির বিপক্ষেও স্কোয়াডে নাম নাও থাকতে পারে ল্যাবুশেনের। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের সঙ্গে মাইকেল নেসেরেরও সংস্পর্শে এসেছিলেন স্যালমন। তবে নেসের শুধু ক্লাবটির জন্য প্রথম শ্রেণীর ম্যাচগুলোতে খেলছেন।

টি-টোয়েন্টি ব্লাস্টে গ্ল্যামরগানের আরেক বিদেশি কলিন ইংগ্রাম।  ফলাফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই ১০দিনের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে স্যালমনকে। বাকিদেরও তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করা হয়। যারা সকলেই নেগেটিভ এসেছেন।

পরবর্তীতে বিলি রুট এবং স্যাম পিয়ার্সকে বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় বলে নিশ্চিত করেন গ্ল্যামরগান কোচ ম্যাথিউ মেনার্ড। তিনি বলেন, মিডেলসেক্সের বিপক্ষে ম্যাচের ঠিক সকালে আমরা ফলাফল হাতে পাই।'

'তাই ওইদিন আমরা মার্নাসকে স্কোয়াডের বাইরে রেখেই ম্যাচ খেলেছিলাম। হয়তো সারির বিপক্ষেও আমরা কোন ঝুঁকি নিতে চাইব না। আশা করছি সে দ্রুতই স্কোয়াডে ফিরবে' আরও যোগ করেন তিনি।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে ৬টি ম্যাচ খেলেছেন ল্যাবুশেন। যার মধ্যে তিনটিতে টানা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ৯৩ রানে। তবে তার দল তেমন আশানুরূপ পারফর্ম করতে পারেনি। ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে। তাই তাদের কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে রয়েছে শঙ্কা।