বিশ্ব ক্রিকেট

আইপিএল কোন ক্রিকেটই না: হোল্ডিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 মঙ্গলবার, 29 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বব্যাপি ক্রিকেটের সবথেকে জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এই সংস্করণে হওয়ায় টি-টোয়েন্টির জনপ্রিয়তা কিংবা দর্শক চাহিদাও দিন দিন ব্যাপক হারে বেড়ে চলেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার মাইকেল হোল্ডিংয়ের মতে টি-টোয়েন্টি কোন ক্রিকেটই না। আইপিএলে তাই ধারাভাষ্য দিতে দেখা যায় না তাকে।

বর্তমানে ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে বেশ জনপ্রিয় হোল্ডিং। সম্প্রতি এক ভারতীয় ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দেওয়ার সময়, তার কাছে জানতে চাওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেন তিনি ধারাভাষ্য দেন না। জবাবে বলেছেন, তিনি শুধু ক্রিকেটে ধারাভাষ্য দেন। আর আইপিএলকে তার কাছে ক্রিকেটই মনে হয় না।

ফ্র্যাঞ্চাইজি লিগের বিপক্ষেও কথা বলেছেন হোল্ডিং। তিনি মনে করছেন ফ্র্যাঞ্চাইজি লিগে প্রচুর অর্থ উপর্জনের সুযোগ থাকায় অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন। তর্ক সাপেক্ষে সময়ের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সেখানে হোল্ডিং ধারাভাষ্য না দেয়া প্রসঙ্গে বলেন, ‘আমি শুধু ক্রিকেটে ধারাভাষ্য দেই। টি-টোয়েন্টি ক্রিকেট না।’

৬৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান কিংবদন্তী বরাবরই টি-টোয়েন্টি ক্রিকেটের বিপক্ষে ছিলেন। তার মতে ওয়েস্ট ইন্ডিজ দলে ভাঙ্গনের কারণও এই টি-টোয়েন্টি ক্রিকেট। চার-ছক্কার পাওয়ার হিটিংয়ে ক্যারিবিয়ানদের বেশ কদর আছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। আছে অর্থের মোহ। তাই গেইল, রাসেলদের কাছে জাতীয় দলের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ এসব ফ্র্যাঞ্চাইজি লিগ।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বর্তমান অবস্থা প্রসঙ্গে হোল্ডিং বলেন, ‘অনেক ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় দেশের হয়ে খেলতে আগ্রহী না। আপনি কি করবেন? যখন আপনি ছয় সপ্তাহে ছয় থেকে আট লাখ ডলার আয় করতে পারবেন।আমি ক্রিকেটারদের দোষ দিতে চায় না। আমি প্রশাসনকে দোষ দেই। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতবে যেটা ক্রিকেট নয়।’

সাবেক এই ক্যারিবিয়ান বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যের পাশাপাশি কাজ করছেন বর্ণবাদের বিরুদ্ধে। তিনি ১৯৮৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ টেস্ট ও ১০২টি ওয়ানডে খেলে তার শিকার করেছেন ৩৯১ উইকেট।