আইপিএল

লিভারপুলের পর রাজস্থানের মালিকানায় রেডবার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:23 সোমবার, 28 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের পালা বদলে জনপ্রিয়তা বাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কাড়ি কাড়ি টাকা আর তারকা ক্রিকেটারের উপস্থিতির কারণে আইপিএলের জনপ্রিয়তা একেবারে বিশ্বজুড়ে। সেই জনপ্রিয়তায় আরও একটি পালক যুক্ত করলো রেডবার্ড ক্যাপিট্যাল পার্টনার্স। 

প্রথম বিদেশি প্রতিষ্ঠান হিসেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করলো তাঁরা। লিভারপুলের মালিকানায় যুক্ত হওয়ার পর রাজস্থান রয়্যালসের ১৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে রেডবার্ড। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল ও ইমার্জিং মিডিয়া।

এক বিবৃৃতিতে কার্ডিনাল বলেন, ‘আইপিএল দারুণ একটি লিগ, যাদের কিনা বিশ্বব্যাপী দর্শক আছে। ক্রিকেটার ও সমর্থকদের কীভাবে লিগের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়,  সেটা নিয়ে আইপিএলের সুদূরপ্রসারী ভাবনা রয়েছে।’

এদিকে ইমার্জিং মিডিয়ার মনোজ বাদালে বলেন, ‘এই চুক্তি থেকেই বোঝা যাচ্ছে আইপিএলের আকর্ষণ কত বেশি। এরকম একটি বিনিয়োগ সাক্ষ্য দেয় যে বিশ্বে বিনিয়োগের জায়গা হিসেবে আইপিএল ও ভারতের  কত বেশি আকর্ষণ।’

স্পোর্টসপ্রোমিডিয়ার হিসেবে অনুযায়ী, ৩২০ কোটি টাকাতে দলটির ১৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে কোম্পানিটি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান।

দীর্ঘদিন ধরেই দলটির মালিকানায় রয়েছে লন্ডনভিত্তিক ভারতীয় বিনিয়োগকারী মনোজ বাদালের প্রতিষ্ঠান ইমার্জিং মিডিয়া। আর এবার তাঁদের সঙ্গে যোগ দিলো রেডবার্ড। যারা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব লিভারপুলের মালিকানাতেও রয়েছে। 

গেল এপ্রিলে লিভারপুলের মূল মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে যুক্ত হয়েছেন তাঁরা। এদিকে ফ্রেঞ্চ লিগের দল তুলুজেরও মালিকানার সিংহভাগ এই রেডবার্ডের দখলে। এ ছাড়া বোস্টন রেড সোক্স বেসবল দলের মালিকানাতেও রয়েছে রেডবার্ড।