বিসিসিআই

ডোপ টেস্টে পজিটিভ ভারতের নারী ক্রিকেটার, নিষেধাজ্ঞা ৪ বছরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:43 সোমবার, 28 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ভারতের মধ্য প্রদেশের অলরাউন্ডার অংশুলা রাও। শরীরে নিষিদ্ধ ঘোষিত ড্রাগের উপস্থিতি পাওয়ায় তাঁকে সবধরনের ক্রিকেটে ৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

২০১৯ সালে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) আওতায় এসেছিল বিসিসিআই। তাঁদের অধীনে আসার পর ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন অংশুলা। যিনি কিনা মধ্য প্রদেশের হয়ে বিভিন্ন পর্যায়ে খেলেছেন। 

১৯-নোরানড্রোস্টেরন নেয়ার কারণে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন অংশুলা। এটি একটি পারফরম্যান্স-বর্ধনকারী স্টেরয়েড, যা অ্যান্টি-ডোপিংয়ের অধীনে অ্যাথলেটসদের জন্য সর্বদা নিষিদ্ধ। গেল মাসে অংশুলার বক্তব্য শুনে অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল (এডিডিপি)। 

কিন্তু সেখানে অংশুলা প্রমাণ করতে পারেননি যে তিনি নিজের অজান্তেই এটি নিয়েছিলেন। ২০২০ সালের ১৪ মার্চ বারোদায় একটি প্রতিযোগিতায় খেলতে গেলে সেখানে তাঁর ডোপের রিপোর্ট পজিটিভ আসে। বেলজিয়ামের একটি পরীক্ষাগারে তাঁর দুটি নমুনা পাঠানো হলে সেখানে দুটিতেই পজিটিভ আসে।

মধ্য প্রদেশের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেললেও এখন পর্যন্ত সিনিয়র দলে খেলার সুযোগ হয়নি তাঁর। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে নারীদের অনূর্ধ্ব-২৩ ট্রফিতে খেলেছিলেন অংশুলা। এ ছাড়া সবসময়ই বয়সভিত্তিক দলের সঙ্গে ছিলেন তিনি।