টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

ভারত থেকে সরে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিশ্চিত করলো বিসিসিআই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:00 সোমবার, 28 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে ভারতে চলমান করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টটি আয়োজিত হতে পারে বলে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো।

এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিশ্চিত করেছে যে ভারতের পরিবর্তে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আইসিসিকে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন।

ভারতের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম 'পিটিআইকে' গাঙ্গুলি বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হতে যাচ্ছে। এ ব্যাপারে বিশদ বিবরণ পরে জানানো হবে।'

এর আগে অবশ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবার খবর প্রকাশ করেছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

প্রতিবেদন অনুযায়ী তারা জানিয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরের ফাইনালের একদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিসিসিআই বা আইসিসি সূচি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি।

ক্রিকইনফো জানিয়েছিল, ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। যেখানে দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে আটটি দল। যেখানে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনিয়া।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল অর্থাৎ দুই গ্রুপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে সুপার টুয়েলভে। যেখানে রয়েছে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। সুপার টুয়েলভের ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল অর্থাৎ দুই গ্রুপ থেকে চারটি দল জায়গা পাবে সেমিফাইনালে। ১২ ম্যাচের বাছাই পর্বের খেলাগুলো হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। সুপার টুয়েলভের ম্যাচগুলো হবে আবু ধাবি, শারজাহ ও দুবাইয়ে।