শ্রীলঙ্কা - ভারত সিরিজ

সিরিজ জিতে শুরুটা রাঙাতে চান দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:10 সোমবার, 28 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০০৯ সাল থেকে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধানের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়।কোচ হিসেবে ভারত ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কাজ করলেও এবারই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি।

যেখানে নিজেদের প্রথম সিরিজেই কঠিন এক চ্যালেঞ্জ উৎরাতে হবে তাঁকে। কারণ দলের সেরা ক্রিকেটারদের ছাড়াই বিদেশের মাটিতে সফর করতে হবে ভারতের সাবেক এই অধিনায়ককে। তবে সিরিজ জিতে নিজের শুরুটা রাঙাতে চান দ্রাবিড়।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও জো রুটদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে যায় ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হলেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে সেখানেই অবস্থান করছেন বিরাট কোহলিরা। এর মাঝেই শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

কিন্তু কোয়ারেন্টাইন জটিলতার কারণে লঙ্কানদের বিপক্ষে খেলা হচ্ছে না কোহলি-রোহিত শর্মাদের। যে কারণে শিখর ধাওয়ানকে অধিনায়ক করে দল ঘোষেণা করেছে ভারত। ইংল্যান্ডে থাকা প্রধান কোচ রবি শাস্ত্রী আসতে না পারায় শ্রীলঙ্কা সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দ্রাবিড়। 

শ্রীলঙ্কার সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘এই দলে অনেকে আছে যারা আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গায় করে নেওয়ার চেষ্টায় আছে। তবে মূল লক্ষ্য হলো সিরিজ জয়। নিজেদের মধ্যে এ নিয়ে আমরা আলোচনাও করেছি।’

ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘এটাই প্রথম উদ্দেশ্য। ছেলেরা যদি সিরিজ জয়ের চেষ্টায় ভালো পারফরম্যান্স করতে পারে, তাহলেই নির্বাচকদের নজরে আসার সম্ভাবনা তৈরি করবে।’

শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। আগামী ১৩ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৬ ও ১৮ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ জুলাই।