জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ

জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের সবাই ‘নেগেটিভ’

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:07 সোমবার, 28 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার জিম্বাবুয়ে বিমানে উঠবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যে কারণে রবিবার টেস্ট স্কোয়াডের ১৭জন এবং কোচিং স্টাফ মিলিয়ে ২৬ জন করোনার নমুনা দিয়েছিলেন। স্বস্তির খবর তাঁদের সকলেরই করোনা নেগেটিভ এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী জিম্বাবুয়ে যাওয়ার আগে দুটি করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।  সে কারণেই গত ২৫ জুন প্রথম ও ২৭ জুন দ্বিতীয়বার পরীক্ষা করোনা হয় সফরে যাওয়া সদস্যদের। 

আর সেখানেই সবার নেগেটিভ আসে। এ প্রসঙ্গে দেবাশীষ বলেন, 'জিম্বাবুয়ে সফরের জন্য আমরা টেস্ট স্কোয়াডের ১৭জন এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করিয়েছিলাম। তারা সকলেই নেগেটিভ এসেছে।' 

যতদূর জানা গিয়েছে, জিম্বাবুয়েতে কোয়ারেন্টাইন নিয়ে বড় বিধিনিষেধ না থাকায় ৩ ধাপে সেখানে যাচ্ছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে টেস্ট স্কোয়াডের ১৮জন যাবেন। ১৭জন ইতোমধ্যে দেশে থাকলেও সাকিব আল হাসান সরাসরি আফ্রিকাতে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর জিম্বাবুয়ে যাবেন।

এ ছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার ট্রেভর নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালফেতোরা জিম্বাবুয়েতেই দলের সঙ্গে যোগ দেবেন। সেই সঙ্গে নবনিযুক্ত রঙ্গনা হেরাথ এবং অ্যাশওয়েল প্রিন্সও নিজ নিজ দেশ থেকে উড়াল দিয়ে দলের সঙ্গে জিম্বাবুয়েতে যোগ দেবেন।

সিরিজে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ৭ জুলাই থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় দুপুর দেড়টা।

১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৮ ও ২০ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ। ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় দুদলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো ম্যাচই হবে দিনের। স্থানীয় সময় সকাল সাড়ে ৯ এবং বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে খেলা।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে। ২৫ ও ২৭ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় অনুযায়ী তিনটি ম্যাচই শুরু হবে বিকে সাড়ে ৪টায়। ২০১৩ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আফ্রিকা মহাদেশের দেশটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।