ইংল্যান্ড - শ্রীলঙ্কা সিরিজ

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ রেফারি করোনা আক্রান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:35 সোমবার, 28 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা হানা দিয়েছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে। যদিও দুই দলের কোন ক্রিকেটার আক্রান্ত হননি। ওয়ানডে সিরিজ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ফিল হুইটিকেস। ফলে বাধ্য হয়ে ওয়ানডে সিরিজের আগে ম্যাচ অফিসিয়ালে বদল আনতে হচ্ছে তাঁদের।

যদিও ফিলের করোনা আক্রান্ত হওয়া ওয়ানডে সিরিজে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে তাঁরা জানিয়েছে, সূচি অনুযায়ী মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ফিল। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় ৫০ ওভারের ক্রিকেট মাঠে গড়ানোর আগে ফিলের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ আসেন তিনি। 

যদিও ফিলের মাঝে করোনার তেমন কোন উপসর্গ নেই। তবে করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে আপাতত ১০ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  এ ছাড়া তাঁর সংস্পর্শে থাকায় ম্যাচ অফিসিয়ালস ও দুর্নীতি দমন ইউনিটের আরও সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সেখানে প্রথম ওয়ানডের পাঁচ অফিসিয়ালসও ছিলেন। যে কারণে বাধ্য হয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের অফিসিয়ালসে বদল আনতে হচ্ছে। এদিকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। 

ব্যাটিং ব্যর্থতার কারণে ইংলিশদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ফলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হতে হয়েছে কুশল পেরেরার দলকে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি।