ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

করোনায় আক্রান্ত প্রিটোরিয়াস, ডাক পেলেন মুল্ডার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 বৃহস্পতিবার, 24 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডুয়াইন প্রিটোরিয়াস। এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে গ্রানাডায় যেতে পারছেন না তিনি।

আগামী শনিবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের সিরিজ। সতীর্থরা যখন মাঠের লড়াইয়ে নামবেন প্রিটোরিয়াস তখন থাকবেন কোয়ারেন্টাইনে।

তার বদলি হিসেবে উইয়ান মুল্ডারকে টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে। টেস্ট দলের সদস্য হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফররত দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেই ছিলেন তিনি। এবার তাকেই ডাকা হয়েছে টি-টোয়েন্টি সিরিজে।

অবশ্য টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা বেশি নেই মুল্ডারের। তিনি প্রোটিয়াদের হয়ে মাত্র একটি ২০ ওভারের ম্যাচ খেলেছেন। সেটা চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে।

টেস্ট সিরিজ শেষে করোনা নেগেটিভ হয়ে দক্ষিণ আফ্রিকার বাকি সদস্যরা সেন্ট লুসিয়া থেকে গ্রানাডায় যাচ্ছেন। এরই মধ্যে প্রোটিয়াদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের সীমিত ওভারের অধিনায়ক টেম্বা বাভুমার ইনজুরি।

এই ইনজুরির কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি। পিঠের চোটের পর আঙুলের হাড় সরে যাওয়ায় সেই ম্যাচে দর্শক হয়ে ছিলেন বাভুমা। অবশ্য সীমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার ব্যাপারে আশাবাদী বাভুমা। টেস্ট দলের বাকি সদস্যরা ফিরে যাচ্ছেন দেশে।