জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

জাতীয় দলেও ফিনিশারের ভূমিকা চান শামীম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:26 বৃহস্পতিবার, 24 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।

সম্প্রতি এক ভিডিও বার্তায় এই তরুণ অলরাউন্ডার জানিয়েছেন, জাতীয় দলের হয়েও ফিনিশারের ভূমিকায় থাকতে চান তিনি। সেই সঙ্গে চালিয়ে যেতে চান স্পিন বোলিংও।

শামীম বলেছেন, 'আসলে বলার মতো কোন ভাষা নেই। জাতীয় দলে ডাক পেয়েছি তাই আমি অনেক খুশি। আমার লক্ষ্য ছিল ভালো খেলার। আর ভালো খেললে যে সুযোগ আসবে জানতাম। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। এছাড়া আমার ভালো করার জন্য অনেক সময় আছে।'

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বরের হয়ে খেলছেন শামীম। দলটির হয়ে ১৫ ম্যাচে ২৬.১ গড়ে  ১৮৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই টুর্নামেন্ট তার স্ট্রাইক রেট ১৪১.৮৬।

শামীম জানিয়েছেন তার জাতীয় দলে জায়গা পাওয়ার খবর প্রথম পেয়েছিলেন তার দলের কোচদের কাছ থেকে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি চেয়ারম্যান শাহরিয়ার নাফিস থাকে বিস্তারিত জানিয়েছেন।

শামীমের ভাষ্য, 'আমি প্রথমে জেনেছি স্যারদের কাছ থেকে। শাহরিয়ার নাফিস ভাইয়ের কাছ থেকে জেনেছি। বাবা মাকে জানিয়েছি প্রথমে। আসলে জাতীয় দলে যখনই বা যেখানেই সুযোগ পাই না কেন আমার ভূমিকা থাকবে ফিনিশিং রোলটা। এটাই আমার প্রধান কাজ থাকবে। সঙ্গে বোলিং এবং ফিল্ডিং তো আছেই।'