ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

আবাহনীকে হারানোর ম্যাচে নায়ক আশরাফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:50 বৃহস্পতিবার, 24 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে আবাহনী লিমিটেডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৭২ রানের অপরাজিত ইনিংসে খেলে শেখ জামালের সহজ জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ আশরাফুল।

১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১২ রানের মধ্যেই দুই টপ অর্ডার ব্যাটসম্যান সৈকত আলী (২) ও ইমরুল কায়েসের (৩) উইকেট হারায় শেখ জামাল। এরপর নাসির হোসেনকে নিয়ে দলের ইনিংস টেনেছেন আশরাফুল।

নাসির ২২ বলে ৩৬ রান করে ফিরে গেলে অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন আশরাফুল। এই জুটির পথেই ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। 

জয়ের দ্বারপ্রান্তে গিয়ে সোহানের উইকেট হারায় শেখ জামাল। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩৬ রান। তার ইনিংসটি ছিল তিনটি ছক্কা ও একটি চারে সাজানো।

শেষদিকে নেমে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে শেখ জামালকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জিয়াউর রহমান। আশরাফুল অপরাজিত ছিলেন ৪৮ বলে ৭২ রান করে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাত এক রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারায় আবাহনী। এরপর লিটন দাস ও নাইম শেখ মিলে আবাহনীর বিপর্যয় সামাল দেন। এই দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেছেন। 

নাইম ২৮ বলে ৪২ রান করে ফিরেছেন। আর নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান মাত্র ৬ রান করে। এরপর মোসাদ্দেক হোসেনের ১৬ ও আফিফ হোসেনের ১৯ ছাড়া আর কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি।

একপ্রান্ত আগলে রেখে লিটন দাস ৫১ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে আবাহনীকে বড় সংগ্রহে পৌঁছে দিয়েছেন। শেখ জামালের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি, তানজিম সাকিব ও মেহেদী হাসান রানা।

সংক্ষিপ্ত স্কোর-

আবাহনী লিমিটেড- ১৭৩/৭ (২০ ওভার) (লিটন ৭০, নাইম ৪২, আফিফ ১৯; আফ্রিদি ২/২৫, জিয়াউর ২/৪২)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ১৭৫/৪ (১৮.৩ ওভার) (আশরাফুল ৭২*, নাসির ৩৬, নুরুল ৩৬, জিয়াউর ২২*; সানি ১/৩৫,