টেস্ট চ্যাম্পিয়নশিপ

ম্যাককালামকে তাড়া করছিল আগের দুই বিশ্বকাপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 বৃহস্পতিবার, 24 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। নিজ দেশের এমন কীর্তি বিশ্বাসই হচ্ছে না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের। 

তার এখনও বিশ্বাসই হচ্ছে না ম্যাচটি শেষ হয়েছে। প্রথম চারদিনের মধ্যে দুদিন বৃষ্টির কারণে খেলাই মাঠে গড়াতে পারেনি। অনেকেই ছয়দিনেও এই ম্যাচের ফলাফল দেখছিলেন না। রাতারাতি ম্যাচটি যেভাবে নিউজিল্যান্ড নিজেদের দখলে নিয়েছে তার প্রশংসা করেছেন ম্যাককালাম। 

তিনি বলেছেন, আমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল শুরুতে। কারণ রাতারাতি ম্যাচের ভাগ্য পরিবর্তন হচ্ছিল। মনে হচ্ছিল যদি গত দুই বিশ্বকাপ ফাইনালের মতো হয়ে যায়? কাছাকাছি গিয়ে শিরোপা জিততে না পারি? কিন্তু তারা এটা করে দেখিয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং দুর্দান্ত ভারতের বিপক্ষে এত বড় মঞ্চে যা করে দেখিয়েছে তা সত্যি অসাধারণ।'

২০১৫ বিশ্বকাপে ম্যাককালামের নেতৃত্বেই ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় কিউইদের। এরপর ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে হেরে বিশ্বকাপের শিরোপা খোয়ায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও আগের দুই বিশ্বকাপের ভয়ঙ্কর স্মৃতি তাড়া করছিল ম্যাককালামকে। রস টেলর ও কেন উইলিয়ামসন ম্যাচ শেষ করে আসায় এই দুজনকে কৃতিত্ব দিয়েছেন সাবেক এই কিউই অধিনায়ক। এই ম্যাচ জয়ের অনুভূতি উইলিয়ামসন-টেলরের চেহারাতেই স্পষ্ট বোঝা গেছে বলে মনে করেন তিনি।

ম্যাককালাম বলেছেন, 'এসব ছোট রান তাড়া করাই বেশি কঠিন। ১৪০ তখন মনে হয় পাহাড় সমান রান। বিশেষ করে আপনি যখন জানবেন শেষে যে কোন কিছু হতে পারে, কারণ তখন আপনি শেষে ব্যাট করছেন। তবে সেই সঙ্গে একটু ভাগ্যেরও প্রয়োজন হয়। কিন্তু যেভাবে ম্যাচের মোড় পাল্টে যায় তাই শেষ পর্যন্ত কিছু বলা যায় না। ম্যাচ জয়ের পর কেন এবং রসের উজ্জবিত চেহারার দিকে তাকালেই স্বস্তি পাবেন। যখন তারা ম্যাচ জিতে মাঠ ছাড়ল তখন অনেক স্বস্তি লাগছিল।'