Connect with us

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

ম্যাড়মেড়ে ম্যাচে ইংলিশদের জয়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। লো স্কোরিং ম্যাচে তারা হেরেছে ৮ উইকেটে। বুধবার কার্ডিফে বোলারদের সম্মিলিত প্রয়াসে লঙ্কানদের ১২৯ রানে বেঁধে রাখে ইংলিশরা।

সহজ লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই জিতে যায় ইংল্যান্ড। ওপেন করতে নেমে ৫৫ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা জস বাটলার।

ইংল্যান্ডের জয়ের ভিত অবশ্য গড়ে দেন বোলাররাই। সোফিয়া গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন স্যাম কারান। আভিশকা ফার্নান্দো ফেরেন শূন্য রানে।

থিতু হওয়ার ইঙ্গিত দিয়ে ধানুশকা গুনাথিলাকা ফেরেন উইকেট বিলিয়ে। ক্রিস জর্ডানকে স্কুপ খেলে ক্যাচ দেন তিনি ১৬ বলে ১৯ রান করে।পাওয়ার প্লেতে আসে কেবল ৩৯ রান।

অধিনায়ক কুসল পেরেরা বড় কিছুর আশা জাগিয়েও আউট হন ২৬ বলে ৩০ করে। ১০ ওভার শেষে লঙ্কান রান দাঁড়ায় ৪ উইকেটে ৫৭।ছয় নামা দাসুন শানাকা সেখান থেকে উদ্ধার করেন দলকে।

তার ৪৪ বলে ৫০ রানের ইনিংসে কিছুটা লড়ার রান পায় শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের লড়াইয়ের সম্ভাবনা উদ্বোধনী জুটিতেই শেষ করে দেন বাটলার ও জেসন রয়। পাওয়ার প্লেতে ইংল্যান্ডের দুই ওপেনার তোলেন ৬১ রান।

উদ্বোধনী জুটি থামে ৮০ রানে। ২২ বলে ৩৬ করে বিদায় নেন রয়। তেমন চাপ না থাকলেও টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালান তিনে নেমে আউট হয়ে যান ১৪ বলে ৭ রান করেই।

তবে বাটলার ও বেয়ারস্টো অনায়াসেই দলকে পৌঁছে দেন লক্ষ্যে। ১৩তম হাফ সেঞ্চরিতে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন বাটলার। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে বৃহস্পতিবার।

সর্বশেষ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোমাঞ্চ ছড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রহস্য স্পিনার থিকশানা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে, মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টির সেরা বোলার বুমরাহ: আমির

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

পাওয়ার-প্লে কাজে লাগাও, বাবরদের ইনজামাম

আর্কাইভ

বিজ্ঞাপন