দ্য হান্ড্রেড

জাতীয় দলে আলো ছড়িয়ে দ্য হান্ড্রেডে কনওয়ে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:39 বুধবার, 23 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়ানোর পর ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে সুযোগ পেলেন ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার মার্কোস স্টয়নিসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে সাউদার্ন ব্রেভ।

চলতি বছরের ২১ জুলাই মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের প্রথম আসর। আন্তর্জাতিক সূচির সাংঘর্ষিক ও কোভিড-১৯ সময়ে ভ্রমণ জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টয়নিস। 

অস্ট্রেলিয়ার এই তারকা দুই ক্রিকেটারের খেলার কথা ছিল সাউদার্ন ব্রেভের। তাঁরা দুজন নিজেদের সরিয়ে নেয়ায় স্টয়নিসের বদলি হিসেবে কনওয়ে ও ওয়ার্নারের জায়গায় কুইন্টন ডি কককে দলে নিয়েছে তাঁরা। 

কনওয়ে টুর্নামেন্টের শুরু থেকে থাকলেও প্রথম ম্যাচ মিস করতে পারেন ডি কক। কারণ সেই সময় আয়াল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সাউদার্নের তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন আন্দ্রে রাসেল।

আন্তর্জাতিক সূচির কারণে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে পুরো মৌসুম পাবে না দলটি। কারণ সেই সময় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে আতিথেয়তা দেবে ক্যারিবীয়রা। যে কারণে স্বল্প সময়ের জন্য তাঁর বিকল্প খুঁজছে তাঁরা। 

ক্রিকেট ক্যারিয়ার গড়তে দক্ষিণ আফ্রিকা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন কনওয়ে। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি। যার শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তাঁর।

অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন কনওয়ে। এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলে ৭৫ গড়ে করেছেন ২২৫ রান। ১৪টি টি-টোয়েন্টি খেলা কনওয়ে করেছেন ৪৭৩ রান। যেখানে তাঁর গড় প্রায় ৬০ এবং স্ট্রাইক রেট দেড়শোর বেশি। ইংল্যান্ডের মাটিতেও ব্যাট হাতে সফল কনওয়ে।

যদিও সেটা সাদা পোশাকের ক্রিকেটে। লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলেছিলেন ৮০ রানের দারুণ এক ইনিংস। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষেও করেছেন হাফ সেঞ্চুরি। যা দ্য হান্ড্রেডে দল পেতে তাঁকে সাহায্য করেছে।