দেশের ক্রিকেট

রানে ফিরতে মরিয়া সাকিব, জানালেন নির্বাচকরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:49 বুধবার, 23 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ। পূর্বের সিরিজগুলোতে সব ফরম্যাটে না খেললেও এই সিরিজের তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব আল হাসান। দলের সেরা খেলোয়াড়কে পাওয়ায় উচ্ছ্বসিত নির্বাচকরা। সম্প্রতি ব্যাট আর বল হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। নির্বাচকরা তাই আশাবাদী এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছেন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও ইনজুরিতে পড়ে খেলতে পারেনি দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে, খেলেননি কোন ফরম্যাটেই।

এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ছুটি নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। তবে ঘরের মাঠে তাদের বিপক্ষেই আবার ওয়ানডে সিরিজ খেলেছেন সাকিব। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তাকে তিন ফরম্যাটেই পাচ্ছে বাংলাদেশ। যা দলের জন্য বাড়তি পাওয়া বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সেরা খেলোয়াড়কে তিনটা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। এবং আমরা দলও মোরালি অনেক বুস্ট আপ হবে। আশা করছি ওর কাছ থেকে অনেক অনেক বেটার পারফরম্যান্স পাবো এবং দলের পারফরম্যান্সও ভালো হবে ইন শা আল্লাহ।'

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যায়নি সাকিবের। এমনকি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ব্যাট এবং বল দুই ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। নির্বাচক হাবিবুল বাশার জানালেন এই সিরিজে পারফরফর্ম করতে মুখিয়ে আছেন সাকিব। সঙ্গে জানালেন জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটেই খেলছেন তিনি।

বাশার বলেন, 'আমার যখন কোন টিম তৈরি করি তখন তো আমাদের কাছে কে থাকবে কে থাকবে না বিষয়টা আসে। এর আগে যখন আমরা নিউজিল্যান্ডে যাই সাকিব কিন্তু বলেছিল আমি একটা ফরম্যাটেও থাকব না। এবার কিন্তু সে নিজে থেকেই বলেননি কিংবা আমাদের কাছেও কিছু আসেনি সাকিব এই ফরম্যাটটা খেলতে চান না বা এ ফরম্যাটে খেলতে চান।'

তিনি আরো বলেন, 'তো অবশ্যই সে সব ফরম্যাটেই খেলতে চাচ্ছে এবং পারফরম্যান্স করার জন্য সাকিব কিন্তু খুব মুখিয়ে আছে। আপনারা জানেন যে সম্প্রতি ওর ডিপিএলটা ভালো যায়নি কিন্তু আন্তর্জাতিক ম্যাচের জন্য ও আগ্রহ নিয়ে আছে। আমরাও আশাবাদী ওর কাছে সেরা পারফরম্যান্স দেখতে পাবো। যেটা বলছিলাম যে কোন ফরম্যাটে ও খেলবে না এমন কিন্তু আমাদের কাছে আসেনি।'