টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভাঙা আঙুল নিয়েও ফাইনালে কিপিংয়ে ওয়াটলিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:40 বুধবার, 23 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন বিজে ওয়াটলিং। পরবর্তীতে জানা যায় ওয়াটলিংয়ের বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে।

আঙুলের এমন অবস্থার পরও ফাইনালে ভারতের বিপক্ষে কিপিং করছেন ওয়াটলিং। ধারাভাষ্য দেয়ার সময় এই উইকেটরক্ষকের আঙুল ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়ান বিশপ। 

ওয়াটলিং ছাড়াও একাদশে রয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম। এ ছাড়া স্কোয়াডে রয়েছেন টম ব্লান্ডেলের মতো উইকেটরক্ষকও। চাইলে ওয়াটলিংয়ের সাব হিসেবে লাথাম ও ব্লান্ডেলকে উইকেটরক্ষকের দায়িত্ব দিতে পারে নিউজিল্যান্ড। 

কিন্তু নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট হওয়ার ভাঙা আঙুল নিয়েও কিপিং করছেন ওয়াটলিং। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই ওয়াটলিং জানিয়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। 

ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেললেও ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হয়নি ওয়াটলিংয়ের। এরপর ইনজুরি কাটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশে ফিরলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ বলে মাত্র ১ রান করে আউট হয়েছেন তিনি। মোহাম্মদ শামির দারুণ এক আউট সুইংয়ে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।