ডিপিএল

ডিপিএলে আবারও ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:00 সোমবার, 21 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে আবারও দেখা মিললো ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের। এবার সেটির শিকার হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

ডিপিএলের সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এমন আউট হয়েছেন সোহান। যা কিনা এবারের আসরে দ্বিতীয়বারের মতো ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের ঘটনা।

এটি শেখ জামালের ১৯তম ওভারের ঘটনা। ওই ওভারের তৃতীয় বলে এনামুল হককে বল করছিলেন কামরুল ইসলাম রাব্বি। অপর প্রান্তে ছিলেন দারুণ ব্যাটিং করা সোহান। আলতো করে ঠেলে দিয়ে একটি রান নিতে চেয়েছিলেন এনামুল।

সেই লক্ষ্যে দৌঁড়ও দিয়েছিলেন তাঁরা দুজন। সেই সময় প্রান্ত বদল করতে গিয়ে পা দিয়ে ইচ্ছে করেই বলের গতি পরিবর্তন করে দেন সোহান। তাঁর পেছনে বল ধরার জন্য এসেছিলেন রাব্বি। সোহান বলের গতি পথ পরিবর্তন করে দিলে আবেদন করে বসে প্রাইম দোলেশ্বর। 

যা পরবর্তীতে রিপ্লে দেখে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ফলে ২৪ বলে ৪২ রানের এক ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় সোহানকে। ইনিংসটি খেলতে চারটি চার ও দুটি ছক্কা মেরেছেন দলটির অধিনায়ক। 

এর আগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে  ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছিলেন ইয়াসিন আরাফাত মিশু। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আকবর আলির গ্লাভসে গেলে অতিরিক্ত রান নেয়ার জন্য দৌড় দেন অপর প্রান্তে থাকা আসিফ হাসান।

রানে নেয়ার জন্য দৌড় দেয়ার আগে আকবরের থ্রোতে ডান পা লাগিয়ে বলের দিক পাল্টে দেন মিশু। ফলে তাঁকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট দেন অনফিল্ড আম্পায়ার।