পাকিস্তান ক্রিকেট

আমিরের ফেরা উচিত: আজহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:03 রবিবার, 20 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালের শেষের দিকে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে এখনও নিয়মিত খেলছেন ঘরোয়া টুর্নামেন্টে। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ মনে করেন দলের প্রয়োজনে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিত আমিরের।

ম্যাচ ফিক্সিয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১০ সালে আমিরকে সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেন আমির। জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও।

আজহার মনে করছেন পাকিস্তানের প্রয়োজনে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরা উচিত আমিরের। এই পেসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিরের দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই। সে বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলছে কিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার দ্বন্দ সম্পর্কে আমি জানি না। আমি মনে করি এটি তার সিদ্ধান্ত কিন্তু পাকিস্তানের প্রয়োজনে আমিরের অবশ্যই খেলা (জাতীয় দলে) উচিত।’

আমির নিজেও পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পিএসএলের দ্বিতীয় পর্বের আগে তাঁর বাড়িতে এসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। তাঁর সঙ্গে অবসর নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। সব ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে চান তিনি।

আমির বলেছেন, 'পিএসএল ছয়ের দ্বিতীয় লেগের আগে ওয়াসিম খান আমার বাড়িতে এসেছিলেন এবং একসঙ্গে আমরা অবসর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আমার চিন্তাভাবনাগুলো তাঁর কাছে বলেছি এবং তিনি সেটা সত্যিই গুরুত্বসহকারে শুনেছেন। বর্তমান ম্যানেজমেন্ট আমার ব্যাপারগুলো ভিন্নভাবে নিয়েছে। তিনি আমার কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি জাতীয় দলের নির্বাচনের জন্য তৈরি।'

কদিন আগেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম জানিয়েছিলেন আমিরকে ফেরাতে সবধরনের চেষ্টা করবেন তিনি। এ নিয়ে এই পেসারের সঙ্গে কথাও বলতে চান। সব ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশবকাপেই আবার পাকিস্তানের জার্সি গায়ে দেখা যেতে পারে আমিরকে।