ভারত - ইংল্যান্ড সিরিজ

অভিষিক্ত শেফালি-স্নেহাদের পারফরম্যান্সে খুশি মিতালি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:13 রবিবার, 20 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে দীর্ঘ সাত বছর সাদা পোশাকের ক্রিকেটে ফেরে ভারতের নারী ক্রিকেটাররা। নিজেদের ফেরার টেস্টে ফলো অনে পড়েও অভিষিক্তদের নৈপূণ্যে ইংলিশদের বিপক্ষে ড্র করে ভারত। এই ম্যাচে অভিষিক্ত চার ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে খুৃশি মিতালি রাজ।

নিজেদের ফেরার টেস্টে চারজনকে অভিষেক করায় ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ সাফল্য পাওয়ার পর ইংল্যান্ডের সঙ্গে অভিষেক করানো হয় শেফালি ভার্মাকে। সেই সঙ্গে এই ম্যাচে অভিষেক হয়েছে তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, পূজা ভাস্তেকার ও প্রায় বছর পর ভারত জাতীয় দলে ফেরা স্নেহা রানার। 

অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন শেফালি। প্রথম ইনিংসে ৯৬ রান করে সেঞ্চুরির আক্ষেপে পোড়া শেফালি দ্বিতীয় ইনিংসে করেছেন ৬৩ রান। অপরাজিত ৮০ রান করার সঙ্গে ৪ উইকেট নিয়েছেন স্নেহা, তানিয়া অপরাজিত ৪৪, প্রথম ইনিংসে ৫৪ রান করার সঙ্গে তিন উইকেট নেয়া দীপ্তি দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ২৯ রান। 

এদিকে পূজা মাত্র একটি উইকেট তুলে নিয়েছেন। এই পাঁচজন অভিষিক্ত ক্রিকেটারের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক। এ প্রসঙ্গে মিতালি বলেন, ‘অভিষেক হওয়াদের নিয়ে আমি সত্যিই খুব খুশি কারণ শেফালি থেকে দীপ্তি, স্নেহা, পূজা ভাস্তেকার এবং তানিয়া ভাটিয়া। তারা সবাই সত্যিই দারুণ করেছে।’

প্রথম ইনিংসে দারুণ শুরুর পর শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ফলো অন এড়াতে না পারায় আবারও ব্যাটিংয়ে নামে শেফালি-স্মৃতি মান্ধানারা। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারা ভালো করলেও মিডল অর্ডারের হারমানপ্রীত কৌর ও মিতালিরা সুবিধা করতে পারেননি। 

সেখান থেকে দলকে টেনে তোলেন স্নেহা। তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন শিখা পান্ডিয়া ও তানিয়া। শুরুতে শিখার সঙ্গে ৪১ রানের জুটি গড়েন স্নেহা। এরপর তানিয়ার সঙ্গেও ১০৪ রানের জুটি গড়েন স্নেহা। তাঁদের দুজনের এমন জুটিতে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে ভারত। তাঁদের পার্টনারশিপ দলের জয়ের খুব গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন দলটির অধিনায়ক। 

মিতালি বলেন, ‘স্নেহা ৫ বছর পর দলে ফিরেছে কিন্তু এটা পরিষ্কার যে সে ঘরোয়া ক্রিকেট বেশ কয়েকটি ভালো সেশন পার করেছে। আমি নিশ্চিত যে সে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। হারমান এবং পূনম রউতকে হারানোর পর তানিয়া এবং শিখা পান্ডিয়ার সঙ্গে সে দায়িত্বশীলতার সঙ্গে খেলেছে। ওই পার্টনারশিপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিখার সঙ্গে স্নেহা যে পার্টনারশিপটা গড়েছিল সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’