টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ফাইনালের চাপ নিচ্ছেন না রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:34 শুক্রবার, 18 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। কিন্তু সাউদাম্পটনে হানা দিয়েছে বৃষ্টি। তাই টস হওয়ার আগেই প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়। দিনে খেলা না হলেও প্রথম দিনের খেলা শুরুর আগে রোহিত জানিয়েছেন, সেরাটা দিয়ে লড়তে চান তিনি।

ফাইনালে বাস্তবধর্মী ক্রিকেট খেলার কথাও বললেন এই অভিজ্ঞ ওপেনার। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছে উইলিয়ামসনের নিউজিল্যান্ড। যদিও মাত্র দুই রেটিং পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানেই আছে বিরাট কোহলির ভারত। এমন হাইভোল্টেজ ম্যাচে স্বাভাবিক ভাবেই কিছুটা বাড়তি চাপে থাকেন ক্রিকেটাররা।

স্নায়ুচাপ ধরে রেখে স্বাভাবিক খেলাটাই খেলার লক্ষ্য রোহিতের। এর আগে অনেকবার কিউইদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় দলটি সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে রোহিতদের। সেটা কাজে লাগিয়েই সফল হতে চায় ভারত।

এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা তাদের সঙ্গে খেলেছি, তাদের দুর্বলতা এবং শক্তিমত্তা সম্পর্কে জানি। পরিস্থিতি যাই হোক দলের সঙ্গে সেটা মানিয়ে নিতে হবে। আমরা আগে অথবা পরে ব্যাট করি এটা কোনো ব্যাপার না।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত এক হাজারের উপরে রান করেছেন রোহিত। তবে ফাইনালের আগে নিউজিল্যান্ডকে সমীহ করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ন যে, সবকিছুই হিসাব করে করা এবং দুশ্চিন্তা না করা। ভালো দলের বিপক্ষে স্বাভাবিক ও বাস্তবধর্মী ক্রিকেট খেলা গুরুত্বপূর্ন।’

৩৪ বছর বয়সী এই ভারতীয় ওপেনারের মতে সাদা পোশাকের ক্রিকেটে শারীরিকভাবে সুস্থ্য থাকার পাশাপাশি মানসিকভাবেও প্রস্তুত থাকা জরুরি। যাতে লম্বা সময় ধরে খেলায় মনযোগ ধরে রাখা যায়। তাই পাঁচদিনই মানসিকভাবে সতেজ থাকতে চান রোহিত।