টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বৃষ্টিতে ভেস্তে গেল ফাইনালের প্রথম দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:05 শুক্রবার, 18 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টিতে ভেস্তে গেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব না হলে পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা।

প্রায় আড়াই বছরের প্রতিযোগিতা শেষে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুক্রবার (১৮ জুন) শিরোপার লড়াইয়ে নামার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ড। তবে সকাল থেকে বৃষ্টি বাগড়া দেয়ায় মাঠে গড়ায়নি একটি বলও। এমনকি হয়নি ফাইনালের টসও। 

বেশ কয়েকবার বৃষ্টি থামলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। এর মাঝে জানা যায় বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা মাঠে গড়াচ্ছে না। এরপর আরেক দফায় বৃষ্টি থামলে আশায় বুক বাঁধতে থাকে ক্রিকেটার ও সমর্থকরা। যদিও সেই আশায় গুড়েবালি দিয়েছে বৃষ্টি।

স্থানীয় সময় দুপুর তিনটা নাগাদ মাঠ পরিদর্শনে যান ম্যাচ অফিসিয়ালরা। তবে খেলার মতো উপযুক্ত অবস্থা না থাকায় প্রথম দিনের খেলা স্থগিত করতে বাধ্য হন তাঁরা। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে পরের চারদিনের প্রতিদিন ৯৮ ওভার করে খেলা হবে এবং রিজার্ভ ডেতে অন্তত একটি সেশন খেলা মাঠে গড়াবে।

এদিকে ফাইনালের আগেরদিনই নিজেদের একাদশ ঘোষণা করেছে ভারত। এখন পর্যন্ত টস না হওয়ায় চাইলে একাদশ করতে পারবে বিরাট কোহলির। তবে নিজেদের পরিকল্পনা পরিবর্তন করবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিন টস হওয়ার আগ পর্যন্ত। 

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়ে। সূচি অনুযায়ী ২৩ জুন রিজার্ভ ডে। এদিকে ম্যাচ ড্র বা টাই হলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে নিউজিল্যান্ড ও ভারতকে।