ভেন্যু সরানোর দাবি রূপগঞ্জের, চাওয়া রিভিউ ও এলিট প্যানেলের আম্পায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 শুক্রবার, 18 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। শনিবার থেকে মাঠে গড়াবে সুপার লিগ ও রেলিগেশন লিগের খেলা। এদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রেলিগেশন লিগে মাঠে নামার কথা রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের।

এরপর সোমবার (২১ জুন) ওল্ডডিওএইচএসের বিপক্ষে খেলার কথা রয়েছে তাদের। এই ম্যাচের আগে ভেন্যু সরানোর জন্য আবেদন করেছে রূপগঞ্জ। তারা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে জানিয়েছে, ম্যাচটির গুরুত্ব বিবেচনা করে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।

সেই সঙ্গে তৃতীয় আম্পায়ারের সাহায্যে রিভিউ সুবিধাসহ আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছে দলটি। ডিপিএলের গত আসরে নেট রান রেটে পিছিয়ে থেকে রানার আপ হতে হয়েছিল রূপগঞ্জকে। এবার ভালো দল গড়েও রেলিগেশন লিগে খেলতে হয়েছে তাদের। তাই রেলিগেশন লিগের আগে তাদের এই বাড়তি সতর্কতা।

রূপগঞ্জ ক্লাবের কোআর্ডিনেটর মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘উল্লিখিত বিষয়ে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে জানাচ্ছি যে, লিজেন্ডস অব রূপগঞ্জ প্রতিবছর বিপুল অর্থ বিনিয়োগ করে ভালো ফলাফল অর্জন করার লক্ষ্যে ক্রিকেট দল গঠন করে। তারই ধারাবাহিকতায় গত বছর চ্যাম্পিয়ন দলের সহিত সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেও নেট রান রেট পার্থক্য বিবেচনায় আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ২০১৯-২০ মৌসুমে ভালো দল গঠন করে মাঠ পর্যায়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়ারদের পারফরম্যান্স ব্যর্থতায় দলটি রেলিগেশন লিগে অংশগ্রহণ করছে।’

সেই চিঠিতে তারা আরও লিখেছে, ‘আপনার নিকট বিনীত অনুরোধ আগামী ২১/৬/২০২১ইং তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোন খেলা না থাকায় রেলিগেশন লিগের ২০/৬/২০২১ইং অনুষ্ঠিতব্য লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস-এর মধ্যকার খেলাটি বিশেষ গুরুত্বপূর্ণ বিধায় ম্যাচটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে- তৃতীয় আম্পায়ারের সাহায্যে রিভিউ সুবিধাসহ আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ করে খেলা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’