টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

কোহলিকে আউটের টোটকা বাতলে দিলেন স্টেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:55 শুক্রবার, 18 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তাকে আটকাতে বিশেষ পরিকল্পনা নিয়ে নামে প্রতিপক্ষ দলের বোলাররা। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় বোলারদের সেই পরিকল্পনা সামলে নিজের সহজাত ব্যাটিং করে চলেছেন ভারতের অধিনায়ক।

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এখানেও নিউজিল্যান্ডের বোলারদের পরিকল্পনার বড় একটি অংশ জুড়ে থাকবেন কোহলি। তাকে আউট করতে পারলেই যে কাজ অনেকটা সোজা হয়ে যাবে।

নিউজিল্যান্ডের বোলারদের তাই কোহলিকে সাজঘরে পাঠানোর টোটকা বাতলে দিলের দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। তবে সেটা কার্যকর করার জন্য তিনি সাজাতে চান একটি ফাঁদ। ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় প্রোটিয়া কিংবদন্তি তুলে ধরলেন তার সেই পরিকল্পনা।

স্টেইন বলেন, 'আমি অবশ্যই চাইব, তার জন্য শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাকে বার্তা দিতে চাইব যে আমি তার দিকে তেড়ে আসছি, তার শরীর তাক করে বল করব। তাকে বোঝাতে চাইব যে অনেক গতিতে তাকে বল করব এবং চাইব যেন সে পুল শট খেলার চেষ্টা করে, কারণ আমার মতে, সেটি তার মূল পরিকল্পনায় থাকে না।'

তিনি আরো বলেন, 'যদিও জানি, সে পুল শটও ভালো খেলে। তার পরও চাইব, সে যেন এভাবেই ভাবে যে তাকে শর্ট বল করব। এরপর বল সামনে পিচ করাব (ফুল লেংথ) এবং সেখান থেকে বোল্ড, এলবিডব্লিউ বা কট বিহাইন্ড করানোর চেষ্টা করব।'

স্টেইন অবশ্য নিজেই তার ক্যারিয়ারে খুব বেশিবার কোহলিকে আউট করার স্বাদ পাননি। তিন ফরম্যাট মিলিয়ে কোহলি আর স্টেইন একে অপরের বিপক্ষে খেলেছেন মোট ২৩ বার। অথচ প্রোটিয়া পেসার হিসেব ভারতীয় ব্যাটসম্যানকে তিনি ফিরিয়েছেন মাত্র চারবার।