সিপিএল

বিসিসিআইয়ের অনুরোধে সিপিএলের সূচি পরিবর্তনে সম্মতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:44 শুক্রবার, 18 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচির সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি সাংঘর্ষিক হওয়ায় সিপিএলের সূচি পরিবর্তন করার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লুআই) অনুরোধ করেছিল বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাদের সেই অনুরোধে সাড়া দিয়েছে সিডব্লুআই।

আইপিএলের সঙ্গে সিপিএলের সূচির সংঘর্ষ এড়াতে কিছুদিন এগিয়ে নিয়ে সিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকবাজ ধারণা' করছে সিপিএল ২৫ আগস্ট শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কেননা স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী পিএসএল শুরু হত ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তখন বিপাকে পড়ে যেত বিসিসিআই।

এরই মধ্যে অনেক বিদেশী ক্রিকেটার জানিয়ে দিয়েছেন দেশের হয়ে খেলা থাকায় আইপিএলের বাকি অংশ খেলবেন না তারা। এমনকি বোর্ডও তাদের ছাড়তে নারাজ। এতে আইপিএলের জৌলুশ অনেকটাই কমে যাবে এতটুকু নিশ্চিত করে বলাই যায়।

আবার পিএসএল একই সময় হলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও পেতো না বিসিসিআই। তখন আইপিএলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেন দর্শকরা। তাই সিপিএলের সূচি পরিবর্তনে বেশ জোর দেয় বিসিসিআই।

এর আগে ২৮টি ম্যাচ হয়ে করোনার থাবায় আইপিএল স্থগিত করতে বাধ্য হয় গভর্নিং কাউন্সিল। এরপর সেপ্টেম্বরের এই ফাঁকা সময়টাকে আইপিএলের জন্য বেছে নেয় তারা। যা অনুষ্ঠিত হবার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে।