ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

দুই অভিজ্ঞকে ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 শুক্রবার, 18 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে তাই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ফেরাবে ওয়েস্ট ইন্ডিজ সেটা অনুমিতই ছিল। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শুক্রবার। আগের দিন এই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। ব্রাভো সবশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর বাংলাদেশ সফর ও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি তিনি।

দুই সিরিজ পর আবারো দলে ফিরলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর দলের লঙ্কানদের বিপক্ষে সবশেষ সিরিজেই খেলেছেন গ্যাব্রিয়েল। খেলার কথা ছিল প্রথম টেস্টেও। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় চোট।সাবধানতার অংশ হিসেবে এনক্রুমা বনারকে দ্বিতীয় টেস্ট থেকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচে প্রতিপক্ষের গতিময় পেসার এনরিক নর্কিয়ার বাউন্সার আঘাত হানে তার হেলমেটে। প্রাথমিক চিকিৎসা নিয়ে এরপরও কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি। তবে পরে আর ফিল্ডিংয়ে নামেননি। তার কনকাশন বদলি হিসেবে ম্যাচের বাকিটা খেলেন কাইরান পাওয়েল। তিনিও আছেন দ্বিতীয় টেস্টের দলে।

আগের ম্যাচে না খেলেই দল থেকে বাদ পড়েছেন আলজারি জোসেফ। তবে অভিষেক ম্যাচে দারুণ বোলিংয়ে জায়গা ধরে রেখেছেন তরুণ পেসার জেডেন সিলস। প্রথম টেস্টে দলটির বিপক্ষে সবচেয়ে কম ৯৭ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। তিন দিনেই ইনিংস ও ৬৩ রানে জেতে দক্ষিণ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শেই হোপ, কাইল মেয়ার্স, কাইরান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস।