ডিপিএল

সাকিবের ফেরার ম্যাচে হারলো মোহামেডান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:22 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

৩ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন সাকিব আল হাসান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটিতে তাই নজর ছিল দেশের ক্রিকেট সমর্থকদের। অথচ সাকিব ব্যাট-বলে ব্যর্থ হবার দিনে হেরেছে তার দল মোহামেডানও।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। আগে ব্যাট করে মোহামেডান ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের ইনিংসের ২য় ওভার চলাকালীন নামে বৃষ্টি। খেলা শুরু হতে দেরী হওয়ায় ১৪ ওভারে গাজী গ্রুপের লক্ষ্য দাড়ায় ১১৫ রান।

সেই লক্ষ্য ১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই জয়ে ফলে পয়েন্ট তালিকার ৪ নম্বরে থেকে ডিপিএলের সুপার লিগ খেলবে গাজী গ্রুপ। আর মোহামেডান হারলেও তাদের সুপার লিগ নিশ্চিত হয়েছিল আগেই। লিগে তাদের অবস্থান তালিকায় ৫ম।

১৪ ওভারে ১১৫ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে ২৬ রানেই প্রথম উইকেট হারায় গাজী। ৬ রান পরেই ফেরেন সৌম্য সরকার। আউট হবার আগে তিনি করেন ১০ বলে মাত্র ১৪ রান। এরপর ইয়াসির আলি ঝড়ো ইনিংস খেললে গাজীর জয় পাওয়াটা সহজ হয়ে যায়।

এই ডানহাতি আউট হবার আগে করেন ২৫ বলে ৪৫ রান। যদিও মমিনুল হক ২২ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। আর অধিনায়ক রিয়াদ ৪ বলে ১১ রান করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। মোহামেডানের হয়ে ১টি করে উইকেট শিকার করেন সাকিব এবং মাহমুদ।

এদিকে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। যদিও ২৬ রানের সময় প্রথম উইকেট হারায় তারা। ৩ বলে ২ রান করে ফেরেন মাহমুদুল হাসান। ৩ রান পর ফিরে যান আব্দুল মজিদও। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ২০ রান।

৩ ম্যাচের নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারো ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। ১৬ বলে মাত্র ১০ রান করে মহিউদ্দিন তারেকের বলে মিড অফ ক্যাচ দিয়ে আউট হয়েছেন। সাকিবের পর ১৮ রান করে ফিরেছেন ইরফার শুক্কুরও। ১৯ রানের বেশি করতে পারেননি শামুসর রহমানও।

ফলে ৯১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। সেখান থেকে দলকে সম্মানজনক স্থানে পৌছে দেন নাদিফ চৌধুরি ও শুভাগত হোম। নাদিফ ২০ বলে ২৩ রান করলেও শুভাগত খেলেন হাত খুলে। শেষ পর্যন্ত ২০ বলে ৪২ রান করে আউট হয়েছেন তিনি।

তাতেই ১৪৯ রানের পুঁজি পায় মোহামেডান। গাজী গ্রুপের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন তারেক। মাহমুদউল্লাহ রিয়াদ শিকার করেছেন ২টি। আর ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।