টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন পান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:46 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১৮ জুন (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ভারত। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলের মতে এই ম্যাচে ভারতের হয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন শব ঋষভ পান্ত।

সাউদাম্পটনের বাউন্সি উইকেটে প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেন বুমরাহ কিংবা বোল্ট। তবে তাদের ছাপিয়ে আলোচনায় আসলেন পান্ত। চ্যাপেলের মতে তার ব্যাটিং দারুণ কার্যকরী। দলের প্রয়োজনে ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটে ফর্মের তুঙ্গে আছেন তিনি। মাত্র তিন বছরের টেস্ট ক্যারিয়ারে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান হয়ে উঠেছেন ভারত দলের অবিচ্ছেদ্য অংশ। তাই ফাইনালে দলের ব্যটিংয়ে অন্যতম ভরসার নামও পান্ত।

পান্তের ব্যাটিংয়ের প্রশংসা করে চ্যাপেল বলেন, ‘আরেকটি জিনিস দেখতে আমি মুখিয়ে আছি তা হচ্ছে পান্তের ব্যাটিং, সে দারুণ উন্নতি করা ক্রিকেটার। আমি মনে করি বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপের ফাইনালে দারুণ খেলা হতে যাচ্ছে।’

ব্যাট হাতে দারুণ সময় পার করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ভারতের হয়ে খেলেছেন ২০ টেস্ট। ক্রিকেটের অভিজাত এই সংস্করণে ৪৫.২৭ গড়ে করেছেন ১৩৫৮ রান। আর ৭০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। বিশ টেস্টের ক্যারিয়ারে ছয় অর্ধশতকের পাশাপাশি হাঁকিয়েছেন তিন শতক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক হয় পান্তের। এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ৩৩.০৬ গড়ে করেছেন ৫২৯ রান। আর ৩২টি আন্তর্জাতিক টি-২০ তে ২১.৩৩ গড়ে করেছেন ৫২৯ রান। যেখানে তার স্ট্রাইকরেট ১২০ এর উপরে।