বিসিসিআই

হাজার কোটি রুপির জরিমানা থেকে রেহাই পেল বিসিসিআই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:01 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অবশেষে মুম্বাই হাইকোর্টের রায়ে স্বস্তি পেল বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জরিমানা হিসেবে এক সময়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সকে আপাতত জরিমানার প্রায় ৪,৮১৬ কোটি রুপি দিতে হচ্ছে না বিসিসিআইকে।

আইপিএলের প্রথম মৌসুম থেকেই হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলতে শুরু করেছিল ডেকান। ২০০৯ সালে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। কিন্তু ২০১২ সালের সেপ্টেম্বরে চুক্তি ভঙ্গের অভিযোগে এই দলকে চিরতরে নির্বাসিত করে আইপিএল গভর্নিং কাউন্সিল।

তখন ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে দাবি করা হয়েছিল, এই অভিযোগ একেবারেই অনৈতিক বলে। বিসিসিআইকে চ্যালেঞ্জ ছুঁড়ে বোম্বে হাই কোর্টের দ্বারস্থও হয়েছিল এই দলের মালিক ডেকান ক্রোনিকাল হোল্ডিং লিমিটেড।

সেই সময়ে এই সমস্যা সমাধানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সি কে ঠাক্করকে বিচারক নিযুক্ত করেছিল বোম্বে হাইকোর্ট। সেই মামলা দীর্ঘ আট বছর ধরে চলার পর, গত বছর জুলাইতে মামলাটির জিতেছিল ডেকান চার্জার্সের মালিকপক্ষ।

সেই রায়ে জানানো হয়েছিল, ডেকানকে বেআইনিভাবে বাদ দিয়েছে বোর্ড এবং তার জন্য ৪,৮১৬ কোটি রূপি ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআইকে। এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছিল বিসিসিআই।

বুধবার বোম্বে হাইকোর্টের বিচারপতি জিএস প্যাটেলের বেঞ্চ গত বছরের সেই রায়কে ভঙ্গ করার নির্দেশ দিয়েছেন। ফলে আর ডেকান চার্জার্সের মালিক পক্ষকে এই বিশাল অঙ্কের জরিমানা দিকে হচ্ছে না বিসিসিআইকে।