ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

সাব্বিরের ৫০ হাজার টাকা জরিমানা, সানিকে সতর্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:01 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে আলোচনায় এসেছিলেন সাব্বির রহমান। লেজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটসম্যানকে এই ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে শেখ জামালের ম্যানেজার সুলতান আহমেদকেও ৫০ হাজার টাকা জরিমানা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এ ছাড়া সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ আনা সানিকে সতর্ক করে দেয়া হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক শুনানি।

শুনানির সময় উপস্থিত ছিলেন সানি ও সাব্বির উপস্থিত ছিলেন। শুনানিতে দুই পক্ষ থেকেই বক্তব্য শোনা হয়েছে। এ ছাড়া শেখ জামালের ম্যানেজার সুলতান ও ম্যাচ অফিসিয়ালসরা উপস্থিত ছিলেন। শুনানির পর সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি শাস্তি চূড়ান্ত করে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সাব্বিরের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম। এর আগে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নেমেছিল শেখ জামাল। ডিওএইচএসকে তারা ১২১ রানের লক্ষ্য দিয়েছিল।

সেই সময় ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করা সানিকে মাঠের বাইরে থেকে ইট ছুঁড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান সাব্বির। এই ঘটনায় ক্ষিপ্ত হয়েছে শেখ জামাল কতৃপক্ষ। এই ঘটনার তদন্তের জন্য সিসিডিএমের কাছে লিখিত অভিযোগও করেছিল তারা।