আইসিসি র‌্যাঙ্কিং

ফাইনালের আগে শীর্ষস্থান হারালেন উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:34 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন কেন উইলিয়ামসন। মাত্র ৬ মাসের ব্যবধানে শীর্ষস্থান হারাতে হলো নিউজিল্যান্ডের এই অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ও ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষে সাপ্তাহিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। জানুয়ারির পর কোন টেস্ট না খেলা স্টিভেন স্মিথের কাছে শীর্ষস্থান হারিয়েছেন উইলিয়ামসন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে খেলতে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। যেখানে প্রথম ম্যাচ খেললেও কনুইয়ের ইনজুরিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা হয়নি উইলিয়ামসনের। 

প্রথম ম্যাচে খেললেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। লর্ডসে মাত্র ১৪ রান করেছিলেন তিনি। তাতে ৫ রেটিং পয়েন্ট খুঁইয়েছেন এই কিউই ব্যাটসম্যান। তাঁর ফলে গেল কয়েক মাসে কোন টেস্ট না খেললেও শীর্ষে ওঠে এসেছেন স্মিথ। পরের তিনটি স্থানে রয়েছেন মার্নাশ ল্যাবুশেন , বিরাট কোহলি ও জো রুট। 

স্মিথ র‌্যাঙ্কিংয়ে থাকাকালীন বিশ্বজুড়ে মোট ১৬৭টি টেস্ট ম্যাচ হয়েছে। এই তালিকায় তার ওপরে রয়েছেন কেবল স্যার গ্যারি সোবার্স ও ভিভ রিচার্ডস। যেখানে সোবার্স শীর্ষে থাকাকালীন ১৮৯ টেস্ট আর রিচার্ডস থাকাকালীন ১৭৯টি টেস্ট ম্যাচ হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ইনিংসে মাত্র ৯৭ রান করায় একধাপ পিছিয়েছেন রুট। বর্তমানে ৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন এই ইংলিশ অধিনায়ক। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেয়ার পর ১২তম স্থানে ওঠে এসেছেন কুইন্টন ডি কক। 

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়ার। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেয়ায় দুই ধাপ এগিয়ে আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ে সাতে ওঠে এসেছেন রাবাদা। আর দুই ইনিংসে সাত উইকেট নিয়ে প্রথমবারের মতো সেরা ৩০ এ জায়গা করে নিয়েছেন নরকিয়া। বর্তমানে তিনি ২৬ নম্বরে রয়েছেন।