ডিপিএল

মিজানুরের ব্যাটে ডিপিএলের প্রথম শতক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:51 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সালাউদ্দিন সাকিলের বলে আলতো করে মিড উইকেটে ঠেলে অনায়াসে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মিজানুর রহমান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এই সেঞ্চুরি তুলে নেন ব্রাদার্স ইউনিয়নের এই অধিনায়ক। যেখানে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মিজানুর সেঞ্চুরি পূর্ণ করেছেন ৬৫ বলে।

ইনিংসটি খেলতে ১৩টি চার ও তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।  যা কিনা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের প্রথম সেঞ্চুরি। সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। যদিও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

এবারের আসরের প্রথম সেঞ্চুরির দেখা মিললো ডিপিএলের ৬৩তম ম্যাচে এসে। এর আগে এবারের আসরে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেছিলেন আবাহনী লিমিটেডের ওপেনার মুনিম শাহরিয়ার। ওল্ড ডিওএইচএসের মাহমুদুল হাসান জয় অপরাজিত ছিলেন ৮৫ রানে। আর মিজানুর খেলেছিলেন অপরাজিত ৭৯ রানের ইনিংস।

ডিপিএলের একাদশ রাউন্ডে শেখ জামালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ব্রাদার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন জসিমউদ্দিন। এরপর অবশ্য জাহিদুজ্জামানকে নিয়ে ১২৪ রানের জুটি গড়েন মিজানুর। 

যেখানে বেশিরভাগ রানই করেছেন মিজানুর। তাঁদের দুজনের জুটিতে কেবল ৩৪ বলে ২৫ রান করেছেন জাহিদুজ্জামান। বিকেএসপিতে বৃষ্টি নামার আগে অবশ্য সেঞ্চুরি তুলে নেন মিজানুর এবং ১৭ ওভারে ২ উইকেটে ১৩৩ রান তোলে ব্রাদার্স। এরপর আর খেলা শুরু না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর। যেখানে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে ওল্ড ডিওএইচএস। এরপর বৃষ্টি শুরু হলে আর মাঠে গড়ায়নি খেলাটি। ফলে পরবর্তীতে সেই ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।