ডিপিএল

নাহিদুল-রনির নৈপূণ্যে জিতলো প্রাইম ব্যাংক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:59 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাহিদুল ইসলাম ও রনি তালুকদারের নৈপূণ্যে জিতলো প্রাইম ব্যাংক। এদিন খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। প্রাইম ব্যাংকের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদুল আর ১৯ বলে ৩৯ রান করেছেন রনি। 

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একাদশ রাউন্ডে প্রাইম ব্যাংক ও খেলাঘরের ম্যাচ চলাকালীন বৃষ্টি হানা দেয়। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১০ ওভারে। তাতে পরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭৪ রান। 

এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এক জুটি গড়েন তামিম ইকবাল ও রনি। যদিও উদ্বোধনী জুটির বেশিরভাগ রানই রনির। ১৯ বলে ৩৯ রান করে ডানহাতি এই ওপেনার রানআউট হলে ভাঙে তাঁদের দুজনের ৪৮ রানের উদ্বোধনী জুটি। ইনিংসটি খেলতে সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন রনি।

এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেনি তামিম। রনি ফেরার পর ১৩ বলে ৯ রান করে মাসুম খানের বলে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিজয় ১৬ বলে ১৭ রান করলেও মোহাম্মদ মিঠুন ও নাহিদুল ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

শেষ দিকে ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরে প্রাইম ব্যাংকের তিন ব্যাটসম্যান। যেখানে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরেন বিজয় আর বাকি দুজন হলেন নাহিদুল, মিঠুন। তবে ৫ বল বাকি থাকতে প্রাইম ব্যাংকের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন অলক কাপালি ও রুবেল মিয়া। 

এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেটে ৬৮ রান তোলে খেলাঘর। এদিন দলটির হয়ে শাহরিয়ার কমল ৩১ ও রাফসান আল মাহমুদ করেছেন ১০ রান। প্রাইম ব্যাংকের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদুল।

সংক্ষিপ্ত স্কোর:

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৬৮/৫ (ওভার ১০) (কমল ৩১, রাফসান ১০, নাহিদুল ৩/১২)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৭৪/৫ (ওভার ৯.১) (রনি ৩৯, বিজয় ১৭, ইরফান ২/১৬)