ক্রিকেট অস্ট্রেলিয়া

বিপিএলে পাওয়া ইনজুরিতে স্মিথের বিশ্বকাপ নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:05 বৃহস্পতিবার, 17 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছিলেন স্টিভেন স্মিথ। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। যদিও কনুইয়ের ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল তাঁকে। 

বিপিএলে পাওয়া সেই ইনজুরি এখনও বয়ে বেড়াচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঠিক কবে নাগাদ তিনি সুস্থ হবেন সেটির নিশ্চিয়তা দিতে পারেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক ট্রেভর হন্স।

ইনজুরিতে বিপিএল থেকে ছিটকে যাওয়ার পর অস্ত্রপচার করিয়েছিলেন স্মিথ। সেই সময় ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে বিশ্বকাপ খেলেছেন। চলতি বছরের শুরুতে আবারও তাঁর সেই ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠে। 

মার্চে ইনজুরি কাটিয়ে নিউ সাউথ ওয়েলসের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন ৬ ম্যাচ। সেখান থেকে ফেরার পর থেকেই আবারও কনুইয়ে ব্যথা অনুভব করেন স্মিথ। যা নিয়েই মূলত অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

যদিও তাঁকে ফিট পেতে চায় সিএ। এ প্রসঙ্গে ট্রেভর বলেন, ‘দুর্ভাগ্যবশত,আমি বলতে পারবো না যে এটা কতটা গুরুতর কিন্তু এটা তার সঙ্গে আগে ঘটেছিল এবং আইপিএলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। এটা ভালো হতে কত সময় লাগবে সেটা আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না। আমরা এটার ভবিষ্যৎ জানি না। তবে আমাদের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে আমরা তাকে ফিট চাই।’

২০১৯ সালে কুমিল্লার অধিনায়কের দায়িত্বে ছিলেন স্মিথ। যদিও মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন। যেখানে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১৩ রান। এরপরই মূলত ইনজুুরির কারণে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। 

এদিকে জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে সেই সিরিজ দুটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ। এরপরই কনুইয়ের ইনজুরিতে শঙ্কা তৈরি হয়েছে অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে।