পিএসএল

পিএসএল শেষ ডু প্লেসির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:45 বুধবার, 16 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন ফাফ ডু প্লেসি। গত শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন এই প্রোটিয়া তারকা।

এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হোটেলে ফিরে নিজের সুস্থতার খবর জানান তিনি। তিনি জানান, চোটে পড়ার পর কিছুক্ষণ জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন তিনি।

তিনি বলেছিলেন, 'আমি হোটেলে ফিরেছি, সেরে উঠছি। আঘাত পরবর্তী কিছু স্মৃতিশক্তি হারিয়েছি তবে আমি ঠিক হয়ে যাব। আশা করছি খুব শিগগির মাঠে ফিরতে পারব। অনেক ভালোবাসা।'

পেশোয়ার জালমির ব্যাটিংয়ের সময় সীমানায় ফিল্ডিং করছিলেন ডু প্লেসি। সেখানেই একটি চার বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন ডু প্লেসি। বলটিকে তাড়া করেছিলেন সতীর্থ মোহাম্মদ হাসনাইনও।

সেই সময় দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। হাসনাইনের কুনুইয়ের সঙ্গে থাক্কা লাগে ডু প্লেসির মাথা। এরপর দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সিয়াম আইয়ুব।

এবার সেই চোট পিএসএল থেকেই ছিটকে দিয়েছে ডু প্লেসিকে। বুধবার রাতেই দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশে দেশ ছাড়ছেন তিনি। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তার দল কোয়েটা আছে পয়েন্ট টেবিলের তলানিতে।